এশিয়ান গেমসে ফিরল ক্রিকেট
২০১৮ সালের এশিয়া গেমসের ইভেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয় ক্রিকেট। ২০২২ সালের এশিয়া গেমসে ঘটছে ক্রিকেটের প্রত্যবর্তন। ২০১০ ও ২০১৪ এশিয়া গেমসের পর ২০২২ সয়ালে অনুষ্ঠিতব্য হাংঝৌ এশিয়া গেমসে আবার ফিরছে ক্রিকেট।
রবিবার ব্যাংককে কাউন্সিল অব এশিয়ার সভা শেষে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়।
২০১০ এশিয়াডে পুরুষদের ক্রিকেটে স্বর্ণ পদক পায় বাংলাদেশ। প্রমীলা ক্রিকেটে সোনা জিতে পাকিস্তান। ২০১৪ এশিয়াডে পুরুষ ক্রিকেটে শ্রীলঙ্কা ও প্রমীলা ক্রিকেটে পাকিস্তান স্বর্ন জিতে। দুই এশিয়াডেই রৌপ্য পায় বাংলাদেশ প্রমীলা দল। ২০১৪ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। দুই এশিয়াডের কোনোটিতেই অংশ নেয়নি ভারত।
তবে ২০২২ এশিয়াডে অংশ নিতে পারে ভারত। ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে খুশি ভারতের অলিম্পিক সংস্থা। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। পিটিআইকে এক বিসিসিআই কর্মকর্তা বলেন, “এশিয়ান গেমস হবে ২০২২ সালে। এখনো অনেক সময় বাকি। এ নিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করব এবং তারপর সিদ্ধান্ত নিব।”
২০২২ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংঝৌতে। সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে এশিয়ান গেমস। তৃতীয়বারের মতো এশিয়ান গেমস আয়োজন করতে যাচ্ছে চীন।
আরো পড়ুন : ছক্কার রেকর্ডে রফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম
ফলস্বরূপ পেয়েছেন শতকও। দলীয় স্কোর যেখানে ২৩৪ সেখানে তামিমের একারই ছিল ১২৬ রান। এই ইনিংসে তামিম খেলেছেন ১২৮ বল। ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছয়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেতে পারতেন তামিম। ৮৬ বলে ৭৪ রান করে সাউদির বলে আউট হওয়া তামিমের ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছয়।প্রথম টেস্টে এই দুই ছয় দিয়েই শীর্ষে উঠে এসেছেন দলের এই ড্যাশিং ওপেনার। এতদিন রেকর্ডটি ছিল রফিকের। ৩৩ টেস্ট খেলা রফিক হাঁকিয়েছিলেন ৩৪টি ছয়। যা কিনা ছিল..