এশিয়া কাপের আগে বার্তা দিয়ে রাখলো আফগানিস্তান
এশিয়া কাপের আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল আফগানিস্তান। আয়ারল্যান্ডের মাটিতে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল নবী-রশিদ খানরা। সিরিজের প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান একটি করে ম্যাচ জেতার ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচে। সেই ম্যাচে আইরিশদের রীতিমত ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান।
সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। কিন্তু আফগান বোলার নাইব এবং আফতাব আহমেদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। ৩৯ রানের ভেতরেই আয়ারল্যান্ডের টপ অর্ডার গুড়িয়ে ৪ উইকেট তুলে নেন এই দুই বোলার। দুজনেই নেন দুটি করে উইকেট।
Also Read - শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এক ওপেনারের দিকেওএরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। মিডল অর্ডারে উইলসনের ২৩ রান ছাড়া আর কোন আইরিশ ব্যাটসম্যানই ২০ রানের বেশি করতে পারেননি। দুই আফগান স্পিনার রশিদ খান এবং মোহাম্মদ নবী আইরিশদের মিডল অর্ডার ধসিয়ে দেন। ৩৬.১ ওভারেই মাত্র ১২৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। রশিদ খান ৩টি ও নবী নেন দুটি উইকেট।
সামান্য এই লক্ষ্যকে তাড়া করতে নেমে বেশ হেসে খেলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। যদিও শুরুতে মোহাম্মাদ শেহজাদ ১ রানে আউট হলে কিছুটা চিন্তায় পড়ে আফগানিস্তান। কিন্তু ইহসান উল্লাহর সঙ্গে ৫০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ওয়ান ডাউনে নামা রহমত শাহ। রহমত ৩৩ রানে আউট হলেও ঠিকই হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইহসানউল্লাহ। চার নাম্বারে নেমে হাসমতউল্লাহ শহীদি ৩৪ রান করে অপরাজিত থেকে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩.১ ওভারেই আফগানদের কাঙ্ক্ষিত জয় এনে দেন তারা।