Scores

এশিয়া কাপকে ঘিরে বিশ্বকাপ বর্জনের হুমকি পাকিস্তানের!

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এবারের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। দীর্ঘ সময়ের স্থবিরতার পর দেশটির ক্রিকেট ফিরেছে পুরোদমে। যদিও পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য আদৌ পাকিস্তান সফরে যাবে কি না, সেটি বড় এক প্রশ্ন।

বিশ্বকাপেই খেলবে না পাকিস্তান, যদি...

ভারতে বৈশ্বিক বা আঞ্চলিক আসরগুলোতে অংশ নিতে এখন পর্যন্ত অসম্মতি জানায়নি পাকিস্তান। অতীতের সবগুলো আয়োজনেই ছিল পাকিস্তানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবে এশিয়া কাপ পাকিস্তানে হলে অস্বীকৃতি জানাতে পারে ভারত।

Also Read - হতাশ রিয়াদ, ঘুরে দাঁড়াতে চান শেষ ম্যাচে


দ্বিপাক্ষিক সিরিজের জন্য তো নয়ই, এমনকি এশিয়া কাপের মত বড় আঞ্চলিক আসরের জন্যও পাকিস্তান সফরে যেতে ভারত রাজি নয়। পাকিস্তানের দাবি- পাকিস্তানকে আয়োজন থেকে বঞ্চিত করতেই ভারতের এমন অবস্থান।

সেই ভাবনা থেকে ভারতের অংশগ্রহণ নিয়ে একটি পরিকল্পনাও করেছে পিসিবি। সংস্থাটি পাকিস্তানের পাশাপাশি আরও একটি ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছে, যেখানে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আরব আমিরাতই হতে পারে সেই সহযোগী আয়োজক।


তবে আরব আমিরাতে এশিয়া কাপের ম্যাচ আয়োজন করার প্রস্তাব পেয়েও যদি ভারত এশিয়া কাপে অংশ না নেয়, তাহলে পিসিবি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপই বর্জনের হুঙ্কার দিয়ে রেখেছে। সংস্থাটির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, পাকিস্তানের আয়োজনে এশিয়া কাপে অংশ না নিলে পাকিস্তান ভারতের আয়োজনে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না!

ওয়াসিম বলেন, ‘আমরা এখন দুটি ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছি। তবুও যদি ভারত এশিয়া কাপে অংশ না নেয়, তাহলে আমরা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস্বীকৃতি জানাব।’

প্রসঙ্গত, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজিত হওয়ার কথা রয়েছে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মুসলিম ক্রিকেটারের গায়ে ‘শ্যাম্পেন’ ঢেলে বিতর্কিত এসেক্স

নিউজিল্যান্ডের আরও তিনটি সিরিজের সূচি চূড়ান্ত

চূড়ান্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

মহামারীতে স্থগিত হল এমজানসি সুপার লিগও

এখনই দেশে সিরিজ আয়োজনের ভাবনা নেই বিসিবির