Scores

এশিয়া কাপের আগেই শর্ত দিয়েছিলো ভারত!

এশিয়া কাপের সুপার ফোরের সূচি নিয়ে রয়েছে অনেক সমলোচনা। সাম্প্রতিক সময়ে এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন সবার মতামতেই এই সিদ্ধান্তে পৌঁছেছে এসিসি। সেই সাথে তিনি আরও জানান টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শর্ত দিয়েছিলো ভারত।

এশিয়া কাপের আগেই শর্ত দিয়েছিলো ভারত!

গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই সুপার ফোরের সূচি প্রকাশ করেছে গতকাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর এমন সিদ্ধান্তে অনেকেই ধারণা করছেন ভারত দলকে বাড়তি সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত তাদের। মূলত সুপার সূচিতে দেখা যায় নিজেদের তিনটি ম্যাচই দুবাইতে খেলবে রোহিত শর্মারা। যেখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানরা খেলছেন আবু ধাবিতেও।

অনেকের ধারণা ভারতকে যাতে যাতায়াতের ধকল না করতে হয় সে জন্য সব ম্যাচ দুবাইতেই রেখেছে এসিসি। গ্রুপ পর্বের লড়াইয়ের আগে কেন সূচি দেওয়া হয়েছিল সেটা সবার কাছেই পরিস্কার। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন অন্য কথা। ভারত নাকি শর্ত দিয়েছিলো দুবাইয়ে খেলার সে জন্য এমনভাবে সূচি সাজিয়েছে এসিসি।

Also Read - ‘ভারত সুবিধা পাচ্ছে বলা বন্ধ করুন’


“ভারতকে সুবিধা দেওয়ার জন্য নয়। সকলের চাওয়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের শর্ত ছিলো ওরা দুবাইতে খেলবে। এ কারণেই খেলা হচ্ছে দুবাইয়ে। তাছাড়া টুর্নামেন্টের বিভিন্ন জটিলতা এড়াতে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারটা টিম ফাইনাল হয়ে যাওয়ার পরই মূলত সিদ্ধান্ত হয়।”

তবে ঠিক কী কারণে এমনটা করা হয়েছে সেটা লিখিতভাবে জানতে চেয়েছিল বিসিবি। সেটার কারণও অবশ্য পরিস্কার করে দেওয়া হয়। নাজমুল হাসান বলছেন শুক্রবারের ম্যাচের ভেন্যু আগে জানতে পেরে ভালোই হয়েছে দলের জন্য।

“আমরা লিখিতভাবে জানতে চেয়েছি কেনো এরকম করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন রানার্সআপ নিয়ে কিছু নেই। শুক্রবার কোথায় খেলবো এটা জানা নিয়ে জটিলতা ছিলো। আজকের খেলার পর সূচি জানা লাগতো। আগে থেকে জেনে যাওয়াটা ভালো।”

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে ম্যাচ খেলে পরেরদিন দুবাইতে ভারতের বিপক্ষে দুবাইতে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ ভারত সুবিধা পাচ্ছে বলা বন্ধ করুন’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

মাধ্যমিকের প্রশ্নপত্রে নিজের নাম দেখে কৃতজ্ঞ তামিম

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

এই মিরাজ অনেক আত্মবিশ্বাসী

মিঠুনের ‘মূল চরিত্রে’ আসার তাড়না

‘আঙুলটা আর কখনো পুরোপুরি ঠিক হবে না’