এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই অন ফিল্ড আম্পায়ার মুকুল
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের ভূমিকায়।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-08-28T16:21:25+06:00
আপডেট হয়েছে - 2023-08-28T16:37:57+06:00
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর দুইদিন পরই শুরু হবে এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসরের। আর সেই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে।
বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও রুচিরা পালিয়াগুরুগে। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন পল উইলসন, চতুর্থ আম্পায়ার জয়ারমন মদনগোপাল। এই ম্যাচে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩১ আগস্টের ম্যাচেও শ্রীনাথ আছেন ম্যাচ রেফারির ভূমিকায়। সেই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন পল উইলসন ও জয়ারমন মদনগোপাল। এছাড়া চতুর্থ আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে। বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ ৩ সেপ্টেম্বর লাহোরে, সেই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ল্যাংটন রাসের। ম্যাচ রেফারি ডেভিড বুনের সাথে ক্রিস গেফানি তৃতীয় ও মাসুদুর রহমান মুকুল চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন।
পাকিস্তান-নেপাল ও বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ছাড়াও আরও একটি ম্যাচে দায়িত্ব পালন করবেন মুকুল। ৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইয়ে তিনি থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
একনজরে এশিয়া কাপের ম্যাচগুলোতে ম্যাচ অফিসিয়ালদের তালিকা
তারিখ |
ভেন্যু |
ম্যাচ |
ম্যাচ রেফারি |
অন ফিল্ড আম্পায়ার |
অন ফিল্ড আম্পায়ার |
তৃতীয় আম্পায়ার |
চতুর্থ আম্পায়ার |
৩০ আগস্ট |
মুলতান |
পাকিস্তান-নেপাল |
ডেভিড বুন |
ক্রিস গেফানি |
মাসুদুর রহমান মুকুল |
ল্যাংটন রাসের |
আহমেদ শাহ পাক্তিন |
৩১ আগস্ট |
পাল্লেকেলে |
শ্রীলঙ্কা-বাংলাদেশ |
জাভাগাল শ্রীনাথ |
পল উইলসন |
জয়ারমন মদনগোপাল |
রিচার্ড ইলিংওর্থ |
রুচিরা পালিয়াগুরুগে |
২ সেপ্টেম্বর |
পাল্লেকেলে |
পাকিস্তান-ভারত |
জাভাগাল শ্রীনাথ |
রিচার্ড ইলিংওর্থ |
রুচিরা পালিয়াগুরুগে |
পল উইলসন |
জয়ারমন মদনগোপাল |
৩ সেপ্টেম্বর |
লাহোর |
আফগানিস্তান-বাংলাদেশ |
ডেভিড বুন |
ল্যাংটন রাসের |
আসিফ ইয়াকুব |
ক্রিস গেফানি |
মাসুদুর রহমান মুকুল |
৪ সেপ্টেম্বর |
পাল্লেকেলে |
ভারত-নেপাল |
জাভাগাল শ্রীনাথ |
পল উইলসন |
রুচিরা পালিয়াগুরুগে |
রিচার্ড ইলিংওর্থ |
জয়ারমন মদনগোপাল |
৫ সেপ্টেম্বর |
লাহোর |
শ্রীলঙ্কা-আফগানিস্তান |
ডেভিড বুন |
ক্রিস গেফানি |
আসিফ ইয়াকুব |
ল্যাংটন রাসের |
মাসুদুর রহমান মুকুল |
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।