Scores

এশিয়া কাপে ভালো করা সম্ভব, তবে…

বাংলাদেশের সর্বশেষ সিরিজে উইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সিনিয়র ক্রিকেটারদের বদৌলতে। বিশেষ করে ওয়ানডে সিরিজ জিতেছে পাঁচ সিনিয়রদের পারফরম্যান্সের উপরই। জুনিয়ররা সফর হননি তেমনভাবে। আগামী মাসে আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপ। এখনো পর্যন্ত দুইবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি একবারও। গত তিনবারের আসরের সবগুলোই অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে।

এশিয়া কাপে ভালো করা সম্ভব, তবে...

এবারের আসরটি হবে দেশের বাইরে। এশিয়া কাপে ভালো করতে হলে পাঁচ সিনিয়রের পাশাপাশি জ্বলে উঠতে হবে জুনিয়রদেরও। বিসিবির অপারেশন্স কমিটি বিভাগের প্রধান আকরাম খান মনে সিনিয়রদের পাশাপাশি জুনিয়র ক্রিকেটাররা ভালো করতে পারলে এশিয়া কাপে ভালো করা সম্বব। মঙ্গলবার মিডিয়ার সঙ্গে কথা বলার সময় এসব জানান তিনি।

Also Read - কোচের ছুটি প্রসঙ্গে পাপনের বক্তব্য


‘এশিয়া কাপে ভালো করার সামর্থ্য রয়েছে আমাদের। আপনি যদি আমাদের শেষ দুই এশিয়া কাপের ফলাফলের দিকে তাকান, তাহলে দেখবেন সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম করেছে। সবচেয়ে বড় ব্যাপার দলের ক্রিকেটাররা দল হিসেবে খেলে। সম্ভবত দলের জুনিয়র ক্রিকেটাররা এখন পারফর্ম করতে পারছেনা। কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে দলে অবদান রাখছে। দল হিসেবে আরও শক্তিশালী হওয়া সম্ভব যদি সিনিয়রদের সঙ্গে জুনিয়ররাও পারফর্ম করে। এই ক্ষেত্রে আমাদের ভালো করার চান্স আরও বাড়বে।’

এশিয়া কাপের পর্দা উঠবে শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে। আকরাম খান মনে করেন এবারের আসরটি অনেক চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। কেননা পাকিস্তান, ভারত রয়েছে দারুণ ফর্মে। তবে নিজেদেরকে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে রাখছেন আকরাম। এশিয়া কাপের প্রস্তুতি নিতে প্রাথমিক দল নিয়ে শীঘ্রই ক্যাম্প শুরু করবে।

‘দলের প্রত্যেক ক্রিকেটার খেলার মধ্যে ডুবে আছে। আগামী ২৭ আগস্ট এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবো আমরা। ক্যাম্পে ৩০-৩২ জন ক্রিকেটার রয়েছে। চেষ্টা করবো এশিয়া কাপের বেশ কয়েকদিন আগে আরব আমিরাতে যেতে।’

তিনি আরও যোগ করেন, ‘এশিয়া কাপে তিন চ্যাম্পিয়ন দল রয়েছে। তারা বর্তমানে নিজেদের মানের ক্রিকেট খেলছে। এমনকি তারা আগের চেয়ে বেশ ভয়ংকর দল হয়ে উঠেছে এশিয়ার মধ্যে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা শ্রীলঙ্কার তুলনায় যথেষ্ট ভালো।’

আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে প্রত্যেক দল খেলতে পারবে দুইটি করে ম্যাচ। তারপর হবে সুপার ফোর পর্ব।

আরও পড়ুনঃ কোচের ছুটি প্রসঙ্গে পাপনের বক্তব্য

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বোনের জানাজায়ও যেতে পারলেন না আকরাম

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম

ক্রিকেটারদের ‘লাইভ’ নিয়ে বিসিবির বার্তা

ট্রেনিং শুরু হলেও বিদেশি কোচদের পাবে না বিসিবি!

অনুশীলনে ফিরলেও ভাবনায় নেই শ্রীলঙ্কা সফর