Scores

এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে : সৌরভ

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বাংলাদেশকে এশিয়া কাপের দায়িত্ব ছেড়ে দেবে পাকিস্তান!

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা ছিল। আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরছে আজকেই (৮ জুলাই)। সেই হিসেবে সেপ্টেম্বরে ক্রিকেট মাঠে না থাকার কোনো কারণ নেই। তবে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে বোর্ডগুলো সরে এসেছে বলে দাবি সৌরভের।

Also Read - ১৪৩ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম এই ঘটনা


ভারতের প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এবার আর হচ্ছে না।’

এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণে গত ৮ জুন সভা করেন বিভিন্ন বোর্ড প্রধান ও এসিসির নিয়ন্ত্রকরা। এসিসি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে সেই সভায় সিদ্ধান্ত হয়, এশিয়া কাপ আয়োজনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে। এর ঠিক এক মাস পর সৌরভই প্রথম জানালেন, এ বছর করোনায় সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে এশিয়া কাপ হচ্ছে না।


এশিয়া কাপের ভাবনা থেকে সরে এসে এখন বিশ্বকাপ ও আইপিএল নিয়ে ভাবছে বিসিসিআই। বিশ্বকাপ না হলে আইপিএল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় দেশটির বোর্ড। সেক্ষেত্রে ভেন্যু হিসেবে ভারতের বদলে বেছে নেওয়া হতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতকে।

সৌরভ আরও বলেন, ‘আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তার পরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অ্যান্ডারসন-ব্রডের বোলিং তোপে কাঁপছে পাকিস্তান

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা