Scores

এসএলপিএলেও ফিক্সিং করেছেন আশরাফুল!

মোঃ সিয়াম চৌধুরী

মোহাম্মদ আশরাফুল, দেশের ক্রিকেটের বড় এক নাম। আপাতত তিনি নিষিদ্ধ ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত হওয়ায়। ৮ বছরের নিষেধাজ্ঞা কমে এখন হয়েছে ৫ বছর। মাঠের বাইরে থাকতে থাকতে মুটিয়ে গেলেও সম্ভাবনা জাগছে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতির। তবে এমন সময়ে বড়সড় এক বোমা ফাটাল শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিরর।

Also Read - ইনজুরির শিকার মুশফিক


ইংরেজি দৈনিকটির দাবি, শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ- এসএলপিএলে খেলার সময়ও ম্যাচ গড়াপেটা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল! যুক্তি দিয়েই নাকি এমন কথা বলছে তাঁরা, রয়েছে এমন দাবীও। আসকুর কাছে আশরাফুল নাকি এসএলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কথা শিকার করেছেন। সত্যতা শিকার করেছেন পৃথকভাবে আইসিসির কাছেও।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর সংবাদটি ডেইলি মিরর প্রকাশ করেছে গত বৃহস্পতিবার। দৈনিকটির অনলাইন ভার্শনে দেখা যায়, ২০১৩ সালের ২৩ মে আইসিসির এ্যান্টি করাপশন ও সিকিউরিটি ইউনিটির (আকসু) কাছে আশরাফুল এসএলপিএলে ম্যাচ গড়াপেটার কথা শিকার করেছেন। ২০১২ সালে অনুষ্ঠিত শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগের প্রথম ও একমাত্র আসরে আশরাফুল ছিলেন রুহুনু রয়্যালসের খেলোয়াড়। সেই বছরের ২৬ আগস্ট ওয়েমবা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে আশরাফুল ফিক্সিং করেন।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মিরর বলছে, ‘দীর্ঘদিন ধরেই এসএলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে গুঞ্জন চললেও এতদিন এই বিষয়ে সঠিক কোনো প্রমাণ ছিল না শ্রীলঙ্কান বোর্ডের কাছে। তবে গত মাসে এই বিষয়ে আইসিসির কাছ থেকে যথেষ্ট প্রমাণ পেয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে উঠে এসেছে আশরাফুলের নাম।’

বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএল এবং জাতীয় দলের জার্সি গায়ে আশরাফুলের বিরুদ্ধে রয়েছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। এখন নতুন কোনো বাতাস ভারী হয়ে উঠলে ক্রিকেটে ফেরা বেশ কঠিনই হয়ে যেতে পারে তাঁর জন্য।

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব