
এসএ২০ এর দিনক্ষণ চূড়ান্ত
প্রকাশিত হয়েছে - 2024-06-08T09:38:00+06:00
আপডেট হয়েছে - 2024-06-08T09:38:00+06:00
প্রথম দুই আসরের মত তৃতীয় আসরেও বাংলাদেশের বিপিএল এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টির সাথে একই সময়ে চলবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০। ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বিপিএল এবং আইএলটি-টোয়েন্টিও আয়োজিত হয়ে থাকে কাছাকাছি সময়ে। সেই সাথে থাকবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এসএ২০ এর দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দুনিয়ার নানা
প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ চলতে থাকে। ফেব্রুয়ারি-মার্চের দিকে পিএসএল হওয়ার কথা
থাকলেও এই সময়সূচিতে পরিবর্তন আনার কথা শোনা যাচ্ছে। তবে বাকি লিগগুলো মাঠে গড়ায়
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই। বিগ ব্যাশ, এসএ২০, আইএলটি-টোয়েন্টি এবং বিপিএল
নিয়ে মোট ৪টি লিগ চলে খুবই কাছাকাছি সময়ে। ফলে ক্রিকেটারদের পাওয়া না পাওয়া নিয়ে
শঙ্কায় থাকে দলগুলো।
এসএ২০ এর নতুন মৌসুম প্রসঙ্গে টুর্নামেন্টের কমিশনার গ্রায়েম স্মিথ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আগের দুই আসরের সফলতার সূত্র ধরে আমাদের লক্ষ্য হচ্ছে দক্ষিণ আফ্রিকার গ্রীষ্মের সময়টা কাজে লাগিয়ে সবাইকে বিশ্ব ক্রিকেটের তারকাদের দেখার সুযোগ করে দেওয়া। হোক তা স্টেডিয়ামে অথবা টিভির পর্দায়। আমাদের সূচি, নিলাম এবং প্লেয়ারদের ঘোষণা সামনে জানা যাবে। আমাদের পরিকল্পনা একদম পুরোদমে চলছে। আমাদের ক্রিকেটার এবং সমর্থকদের জন্য আরও একটি স্পোর্টিং ইভেন্ট নিয়ে আসার জন্য আমাদের আর তর সইছে না।’
৬ দল নিয়ে ৩৪ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি। প্রথম দুই আসরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime
Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।