Scores

এসিসি প্রধানের দায়িত্ব নিলেন পাপন

অবশেষে আবারও বাংলাদেশের কেউ বসেছেন এশিয়ার ক্রিকেটের প্রধানের আসনে। শনিবার (১৭ নভেম্বর) এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এসিসি প্রধানের দায়িত্ব নিলেন পাপন

শনিবার লাহোরে অনুষ্ঠিত এসিসির সভায় বর্তমান সভাপতির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নাজমুল হাসান পাপন।

দেশের ক্রিকেটের এই অভিভাবক একাধারে একজন রাজনীতিবিদও। বর্তমান এই সংসদ সদস্যের নামের পাশে এবার যুক্ত হল নতুন আরও একটি পরিচয়। এখন থেকে এশিয়ার ক্রিকেটের প্রধান হিসেবেও উচ্চারিত হবে তার নাম।

Also Read - আইসিসির প্যানেলে নতুন দুই বাংলাদেশি আম্পায়ার


নাজমুল হাসান এসিসির সভাপতি হচ্ছেন, এটি জানা গিয়েছিল গত এপ্রিল মাসেই। গত অক্টোবরে জানা যায়, নভেম্বরের মাঝামাঝি সময়ে লাহোরে অনুষ্ঠিতব্য এসিসির সভায়ই নতুন দায়িত্ব গ্রহণ করবেন পাপন।

নাজমুল যার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনিই এসিসির এবারের বার্ষিক এই সভার আয়োজক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি এহসান মানি এসিসির সভাপতি হিসেবে ছিলেন এতদিন। দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি, এবার পালাক্রমে দায়িত্ব বর্তেছে বাংলাদেশের উপর। আর বাংলাদেশ থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনই নির্বাচিত হয়েছেন ঐ দায়িত্ব পালনের জন্য। প্রসঙ্গত, নাজমুল হাসান পাপন এসিসি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী দুই বছর।

নাজমুলের আগে আরও দুইজন বাংলাদেশি এসিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরা দুজনই বিসিবির সাবেক সভাপতি- আলী আসগর লবি (২০০২-২০০৪) ও আ হ ম মোস্তফা কামাল (২০১০-২০১২)। এশিয়ার ক্রিকেটের শীর্ষ কর্তা হিসেবে নাজমুল তাই হতে চলেছেন তৃতীয় বাংলাদেশি। অবশ্য নতুন দায়িত্ব পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে কোনো বাধার সম্মুখীন হবেন না তিনি।

উল্লেখ্য, এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলঙ্কা থেকেই নির্বাচিত হন এসিসি সভাপতি। এভাবে পালাক্রমে সব দেশেরই প্রতিনিধি পান এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরিচালনার মূল দায়িত্ব।

আরও পড়ুন: লেগস্পিনার চেয়ে বোর্ডের কাছে প্রস্তাব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

রশিদদের উড়িয়ে অবশেষে জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা

সাইফউদ্দিনের শটে নেট বোলারের মাথা থেকে ঝরল রক্ত!

নতুন বিতর্কে শ্রীলঙ্কা, নিষেধাজ্ঞার শঙ্কা

আহত করা সেই বোলারকে উপহার দিলেন অনুতপ্ত ওয়ার্নার

লঙ্কানদের উড়িয়ে শীর্ষে অস্ট্রেলিয়া