Scores

আফ্রিদির টেস্ট ক্রিকেট ও অধিনায়কত্ব ছাড়ার কারণ

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৬ সালে। সাদা পোশাকের ক্রিকেটের ছেড়েছেন ২০১০ সালে! ঠিক কী কারণে হুট করে টেস্ট ক্রিকেট থেকে সরে এসেছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি সেটি জানিয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক নিজেই।

এ কারণে টেস্ট ক্রিকেট ও অধিনায়কত্ব ছেড়েছিলেন আফ্রিদি

রঙিন পোশাকের ক্রিকেট খেলেছেন অনেক। সেই তুলনায় সাদা পোশাকের ক্রিকেট কমই খেলেছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে শেষবার সাদা পোশাকের ক্রিকেট খেলেছিলেন ৬ বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৬ সালে। রঙিন পোশাকের ক্রিকেট ক্যারিয়ার বেশ উজ্জ্বল তাহলে কেন সাদা পোষাকের ক্রিকেট ক্যারিয়ার কেন এত মলিন আফ্রিদির!

Also Read - পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন আমির ও ওয়াহাব


সেই উত্তর নিজেই দিয়েছেন আফ্রিদি। মূলত ফিক্সিং ইস্যু ও ওয়াকার ইউনুসের কারণেই টেস্ট ক্রিকেট এত তাড়াতাড়ি জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ২০১০ সালে ফিক্সিং ইস্যু নিয়ে কথা বলতেই সে সময় জানার পরও কেন চুপ ছিলেন আফ্রিদি! সেই উত্তরে তিনি জানান,

“আমাকে এটি হতাশ করেছে। আমার প্রথম কাজ ছিল টিম ম্যানেজমেন্টকে বিষয়টি জানানো। আমি সেটা করেও ছিলাম কিন্তু উত্তরে তারা বলেন, কী করতে পারি আমরা। এটাও একটি কারণ আমার টেস্ট ক্রিকেট ছাড়ার এবং অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর।”

শুধু এটিই নয় টেস্ট ক্রিকেট ছাড়ার পেছনে ওয়াকার ইউনুস ও জাবেদকে দায়ি করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

“আমি এখনো ওয়াকার ইউনুস ও জাবেদকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু এটা জরুরী না যে একজন ভালো ক্রিকেটার কোচ হিসেবেও সফল হবেন এবং এটি দুইজনেই জন্যই বলা। এটা যেমন ঠিক অধিনায়ক হওয়ার পর ওয়াকারের মধ্যে অনেক পরিবর্তন এসেছিল এবং তার ব্যক্তিত্বও ছিল আলাদা তবে কোচ হিসেবে জঘন্য।”

“সে সবকিছুতেই হস্তক্ষেপ করত। এমনকি ফিল্ডিংয়ে নামার আগে সে আমাকে একটি কাগজ দিত এবং সেটিতে কে কোথায় ফিল্ডিং করবে সেটি সেট থাকত। একজন অধিনায়ক হিসেবে আমি সেটি সহ্য করতে পারতাম না।”

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

খেলা বন্ধের ‘অসচরাচর’ ৬ কারণ

শনিবার থেকে পুনরায় শুরু ক্রিকেট, সরাসরি দেখা যাবে ফেসবুকে

করোনাকে বিশ্বকাপের সাথে তুলনা করলেন শাস্ত্রী

বাংলাদেশ একাদশে ‘৩’ পরিবর্তন; হাসান মাহমুদের অভিষেক

বাবা হলেন জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক