
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচ আনঅফিসিয়াল টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের দলে রাখা হয়েছে। আইপিএল থেকে পাওয়া চোটে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
শনিবার সিলেটে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করে বিসিবি। মুস্তাফিজ ছাড়াও স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।
মুস্তাফিজ ও লিখনের কেউই ছিলেন না ‘এ’ দলের আগের দুটি আনঅফিসিয়াল টেস্টের দলে। জাতীয় দলের বাইরে থাকা লিখন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পান কমই। অন্যদিকে জাতীয় দলে জায়গা পোক্ত করা মুস্তাফিজ ‘এ’ দলের হয়ে খেলবেন কেবল ইনজুরি ও জাতীয় দলের মধ্যবর্তী মাধ্যম হিসেবেই। তবে তাকে খেলানোর আগে নির্বাচকরা নিশ্চিত করবেন, পুরোপুরি ফিট আছেন কি না মুস্তাফিজ।
এই দুজন ছাড়াও দলে ডাক পেয়েছেন মিজানুর রহমান, সানজামুল ইসলাম ও হাসান মাহমুদ। জায়গা হারিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয় ও আবু হায়দার রনি। এই দলটি তাই আগের দুই ম্যাচের দলের চেয়ে একটু কম অভিজ্ঞতা নিয়েই মাঠে নামবে।
একনজরে তৃতীয় আনঅফিসিয়াল টেস্টের বাংলাদেশ ‘এ’ দল-
সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, জুবায়ের হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তুষার ইমরান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
একনজরে সিরিজের বাকি ম্যাচগুলোর সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু
১০-১৩ জুলাই তৃতীয় চারদিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১৭ জুলাই প্রথম একদিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১৯ জুলাই দ্বিতীয় একদিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২২ জুলাই তৃতীয় একদিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
আরও পড়ুন: বোলারদের কৃতিত্ব দিচ্ছেন হোল্ডার