Scores

‘এ’ দলে ডাক পেলেন ইমরুল-বিজয়রা

দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এ দল। আগামী মাসে আফগানিস্তান এ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন ইমরুল কায়েস-এনামুল হক বিজয়দের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ইংল্যান্ডে বিশ্বকাপ নিয়ে। জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা এলিট ক্যাম্প, হাইপারফরম্যান্স ইউনিটের সাথে অনুশীলন করছিলেন এতদিন। এখন তাদেরও মাঠে নামার সময় এসেছে। আগামী ৫ জুলাই থেকে আফগানিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজ শুরু হবে। এই সিরিজে থাকছে ২টি চারদিনের ম্যাচ ও ৫টি একদিনের ম্যাচ।

Also Read - অজিদের কাছে হেরে ঝুলে রইল কিউইদের সেমির ভাগ্য


আসন্ন এই সিরিজকে সামনে রেখে শনিবার (২৯ জুন) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলের আছেন জাতীয় দলের খেলা ৮ জন ক্রিকেটার। বিজয়, কায়েস, রকিবুলদের মতো অভিজ্ঞরা যেমন আছেন, তেমনি আছেন আফিফ, জাকির, অনিকদের মতো তরুণ ক্রিকেটাররা।

এ দলের ব্যাটিং বিভাগ সামলাবেন কায়েস, বিজয়, জাকির, রকিবুল, অনিক, নাইমরা। বিজয়, জাকির ও অনিক- এই ৩ জনই আবার উইকেটরক্ষক ব্যাটসম্যান। অলরাউন্ডার হিসেবে আছেন তানবীর হায়দার, আফিফ হোসেন ধ্রুবরা। আফিফ সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ডাক পেয়েছেন।

বাংলাদেশের বোলিং আক্রমণের দায়িত্ব থাকবেন কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিল,সানজামুল ইসলাম, তানভিরুল ইসলামরা। এছাড়া অলরাউন্ডার আফিফ অফস্পিন ও তানবীর হায়দার লেগ স্পিন করেন।

১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ স্কোয়াড : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, কামরুল ইসলাম রাব্বি, রকিবুল হাসান, তানবীর হায়দার চৌধুরী, সানজামুল ইসলাম, জাকের আলী অনিক, সালাউদ্দিন শাকিল, নাঈম শেখ, ইরফান হোসেন, সুমন খান, তানভিরুল ইসলাম।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘ফর্মে থাকতে-থাকতে ফর্ম থেকে হারিয়ে যাই’

অধিনায়কত্ব না করা নিয়ে মুখ খুললেন ইমরুল

ইমরুলে ম্লান মিঠুন ঝড়

টসে এলেন না ইমরুল

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের অধিনায়কত্ব করবেন কায়েস