SCORE

‘এ’ দলে ডাক পেলেন বিজয়-এবাদত

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার-বিপক্ষে-এ’-দলে-বিজয়

প্রথম চারদিনের ম্যাচ শেষ হয়েছে ফলাফল ছাড়াই। সেই ম্যাচ থেকে বাদ পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান মিজানুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

দ্বিতীয় ম্যাচের পিচ কন্ডিশন বিবেচনা করেই পেস বোলার বাড়ানোর কথা বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘লেগ স্পিনার রিশাদ অনেক সম্ভাবনাময়। তবে দ্বিতীয় ম্যাচের উইকেটে ঘাস থাকবে। এজন্য আমরা পেসার বাড়িয়েছি। শেষ ম্যাচ হবে সিলেটে। সেখানে আমরা আশা করি রিশাদকে খেলাতে পারব।’

Also Read - বাংলাওয়াশ করতে টাইগ্রেসদের সংগ্রহ ১৫১

অন্যদিকে উইন্ডিজ সফরের জন্য বিবেচনা করে দলে জায়গা দেওয়া হয়েছে ওপেনার এনামুল হক বিজয়কে। তাকে জায়গা করে দিতেই এই ম্যাচের দল থেকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে আরেক ওপেনার মিজানুর রহমানকে।

শুরুতে সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচটি কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামেই অনুষ্ঠিত দু’দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচটিও। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মঙ্গলবার থেকে ম্যাচটিতে মাঠে নামবে উভয় দল।

প্রসঙ্গত, দু’দলের ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে সিরিজের প্রথম ম্যাচটি ড্র’য়ে গড়ানোর ফলে তিন ম্যাচের সিরিজটি এখনো ০-০’তে সমতায় রয়েছে।

বাংলাদেশ ‘এ’ দল: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, এনামুল হক, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।

শ্রীলঙ্কা ‘এ’ দল:  দিমুথ করুনারত্নে (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামিরাবিক্রমা, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা (সহ-অধিনায়ক), শাম্মু আশান, মনোজ শরৎচন্দ্র, প্রবাথ জয়াসুরিয়া, লক্ষণ সান্দাকান, নিশান পেইরিস, শিহান মাদুশাঙ্কা, নিসালা থারাকা, দিলেশ গুনারত্নে।

আরো পড়ুনঃ যেসব চ্যানেলে দেখাবে উইন্ডিজ-বাংলাদেশ সিরিজ

Related Articles

“আমাদের খেলা উচিত বাংলাদেশ ব্র্যান্ডের ক্রিকেট”

উইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সেরা পাঁচ

রাহীকে নিয়ে আশাবাদী অধিনায়ক

অন্যরকম মাইলফলকের অপেক্ষায় মুশফিক

আশরাফুলের রেকর্ড স্পর্শ মুশফিকের