Scores

এ বছর হচ্ছে না বিপিএলের আদলে টি-২০ টুর্নামেন্ট

দেশের প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে বিপিএলের মতো আরও একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল অনেক দিনেরই। গত বিপিএলের সময় বিষয়টি আবারও আসে আলোচনায়। এ সময় ক্রিকেট অঙ্গনের সবাই-ই বিষয়টিকে সাধুবাদ জানান।

স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আলাদা টি-২০'র পরিকল্পনা বিসিবির

টি-২০ ক্রিকেটে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। এর অন্যতম কারণ বিপিএলের মতো ঘরোয়া আসরে বিদেশি ক্রিকেটারদের জয়জয়কার। বিপিএলের মতো আয়োজনে দেশি ক্রিকেটাররা কতটুকুই বা লাভবান হচ্ছেন, উঠছিল এমন প্রশ্নও। সমাধান হিসেবেই আসে বিপিএলের আদলে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের, যে ঘরোয়া আসরটিতে খেলবেন কেবল দেশি ক্রিকেটাররা।

Also Read - দেরাদুনে আফগানদের পাশাপাশি প্রতিপক্ষ আবহাওয়াও


সেই সমাধান অবশ্য এবার থমকে যেতে বসেছে। ষষ্ঠ বিপিএলের আগেই আসরটি মাঠে গড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও নতুন খবর- এই আসরটি মাঠেই গড়াবে না এই বছর!

অবশ্য টুর্নামেন্টটি আয়োজনের ‘চিরায়ত’ পরিকল্পনা বাদ দেয়নি বিসিবি। এখন বোর্ডের লক্ষ্য আগামী বছর এটি আয়োজন করা।

মঙ্গলবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘আমাদের একটা আলাপ হয়েছিল। তবে এই মৌসুমে যদি করতে না পারি আগামী মৌসুমে করবো। আগামী চার বছরের মধ্যে এটা আমরা অবশ্যই চালু করতে চাই।’

তিনি বলেন, ‘শুধু এখানেই না, অন্য জায়গাতেও যদি সেরা প্লেয়ারদের নিয়ে আরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট করা যায় সেটা অবশ্যই ভালো হবে। আমরা চাইছি আগামী বছর করার জন্য। সময়ের অভাবে এ বছর হবে না। তাছাড়া এখন যেহেতু বৃষ্টি ও রোজা শুরু হয়ে গেছে তাই এ বছর আর সম্ভব বলে মনে হচ্ছে না।’

এর আগেও অবশ্য একবার দেশি ক্রিকেটারদের নিয়ে টি-২০ টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। ২০১৩ সালে আয়োজিত ঐ আসরের নাম ছিল ‘বিজয় দিবস টি-২০’। দেশের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত ঐ টুর্নামেন্টটি ছিল দর্শক নন্দিত ও প্রশংসনীয়। দেশের ক্রিকেটের ভালোর জন্যই ক্রিকেট সংশ্লিষ্টদের অভিমত, এমন টুর্নামেন্ট আবারও আয়োজন করার।

আরও পড়ুনঃ চূড়ান্ত হল আফগানিস্তান সিরিজের ফিক্সচার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৫ ফেব্রুয়ারি থেকে শুরু ডিপিএল

‘সবার আগে দরকার দর্শক ফিরিয়ে আনা’