Scores

ঐতিহাসিক সিরিজ জয়ে পুরস্কার পাচ্ছেন কোহলিরা

৭১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে ভারত ক্রিকেট দল। নিজেদের ঐতিহাসিক এই সিরিজ জয়ের জন্য নিজেদের ক্রিকেট বোর্ড, বিসিসিআই থেকে বড় পুরস্কার পাচ্ছে দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

 

বিশ্বকাপ জয়ের চেয়েও বড় ভারতের অস্ট্রেলিয়া-বধ!
প্রথম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ভারত।

 

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে বাজেভাবে সিরিজ হেরে এসেছে ভারত। চাপ নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে এসেছিল ভারত। যেখানে এশিয়ার কোন দলেরই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড নেই, সেখানে ভারত পারবে তো এবার? অবশ্য এবারই সিরিজ জেতার সেরা সুযোগ ছিল ভারতের। কেননা স্মিথ-ওয়ার্নারবিহীন দল একবারেই নড়বড়ে ছিল।

Also Read - ধোনিকেও পেছনে ফেলে পান্ট এখন ভারত-সেরা!


চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বড় জয় দিয়েই শুরু করেছে ভারত। অবশ্য দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া জিতে ঘুরে দাঁড়িয়েছিল। পরের টেস্ট হেরে আবারো সিরিজে পিছিয়ে ছিল অজিরা। সিরিজের শেষ টেস্টটিতে প্রথম ইনিংসে পাহাড়সম রান করে বসে ভারত। ফলে ফলো-অনে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তো ব্যাটিং করার তেমন সুযোগই হয়নি। শেষ টেস্টটিতে বৃষ্টির বাগড়া দিলে ড্র দিয়ে শেষ হয় সিরিজ। ফলে ২-১ এ টেস্ট সিরিজ জিতে নেয় ভারত।

এর আগে এশিয়ার কোন দলই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। শচিন-গাঙ্গুলীরা যেটা করে দেখাতে পারেনি সেটা করে দেখিয়েছে কোহলি-পূজারারা। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের কারণে বড় অঙ্কের টাকার পুরস্কৃত করছে  ভারতীয় ক্রিকেটারদের। বিসিসিআই থেকে ম্যাচ ফির সাথে একই সংখ্যক টাকা বোনাস হিসেবে দেওয়া হবে ক্রিকেটার ও কোচিং স্টাফদের।

টেস্ট ক্রিকেটের জন্য ভারত দলের একাদশের ক্রিকেটাররা পায় ভারতীয় রুপি ১৫ লাখ এবং রিজার্ভ ক্রিকেটাররা পায় ভারতীয় রুপি সাড়ে ৭ লাখ । কোচদের দেওয়া হবে ভারতীয় রুপি ২৫ লাখ অন্যদিকে বাকি স্টাফরা পাবেন মূল বেতন পরিমাণ টাকা। অজিদের মাটিতে টেস্ট সিরিজ জিতে ক্রিকেট বিশ্বে প্রশংসা কুড়িয়েছে ভারত ক্রিকেট দল। পুরো সিরিজের ব্যাট হাত দারুণ ফর্মে ছিলেন ভারতের পূজারা।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অজিদের হারিয়ে সেমির লাইনআপ জমিয়ে তুলবে টাইগাররা?

বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন স্টয়নিস?

অজিদের দুশ্চিন্তার নাম ‘সাকিব’

সাকিবকে সামলাতে অস্ট্রেলিয়ার পদক্ষেপ

বাংলাদেশ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার দুর্ভাবনা একাদশ নিয়ে