Scores

ওমরা হজ পালন করতে দেশ ছেড়েছেন তামিম

ইনজুরির কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই বেশ কদিন ধরেই। নতুন করে আরও একটি ইনজুরি এসে মাঠে ফেরা বিলম্ব করেছে।

ওমরা হজ পালন করতে দেশ ছেড়েছেন তামিম

এই বিলম্ব হয়ত তামিম ইকবাল উপভোগই করছেন। নাহলে ক্রিকেটীয় ব্যস্ততায় নিজেকেই যে সময় দেওয়া হয় না! আর এই অনাকাঙ্ক্ষিত অবসরটুকু কাটাতে ওমরা হজ পালন করতে গিয়েছেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার।

এই প্রতিবেদন তৈরির সময় তামিম রয়েছেন সৌদি আরবের ফ্লাইটে। তৃতীয়বারের মত ওমরা পালন শেষে আগামী ২১ তারিখ বাংলাদেশে ফিরে আসবেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

Also Read - টি-২০’তেও নড়বড়ে অস্ট্রেলিয়া


ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম। ব্যথার পরিমাণ বেশি থাকায় চোটের ধরন জানতে এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। স্ক্যানে তামিমের বাঁহাতের কব্জিতে চিড় ধরা পড়ে। এরপর হাসপাতাল থেকে মাঠে ফিরে দলের বিপদে ৪৭তম ওভারের শেষ বলে এক হাতে ব্যাট নিয়ে উইকেটে নেমে পড়েন তামিম। মুশফিকের সাথে শেষ উইকেট জুটিতে মহাগুরুত্বপূর্ণ ৩২ রান যোগ করেন।

তামিম দলে না থাকায় এশিয়া কাপে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে টাইগারদের টপ অর্ডারকে। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে তামিম ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত ক্রিকেটের সেই ধারাবাহিকতা ভাঙে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মারাত্মকভাবে চোট পেলে। যদিও প্রাথমিক চিকিৎসা শেষে এই ভাঙা হাত নিয়েই ঐ ম্যাচে শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ব্যাট করেছিলেন তামিম। তার সেই দুঃসাহসিকতা কেড়ে নিয়েছিল ক্রিকেট বিশ্বের প্রশংসা। তবে সেই প্রশংসার আড়ালে দলের জন্য ছিল দুঃসংবাদ। এই চোটের কারণে তামিম অনুপস্থিত ছিলেন জিম্বাবুয়ে সিরিজেও। এখন নতুন চোটের জন্য উইন্ডিজ সিরিজের শুরুতেও দলে পাওয়া যাবে না তামিমকে।

প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হওয়া বাংলাদেশ ও উইন্ডিজের প্রথম টেস্টে তামিম না খেললেও পরের টেস্ট থেকে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রবিবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বিসিবি একাদশ ও উইন্ডিজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘এটা ক্রিকেট, এটা জীবনেরই অংশ’

অধিনায়ক তামিমের চোখে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘চ্যালেঞ্জিং’ সিরিজ

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের অধিনায়ক তামিম

তামিমের কাছ থেকে তিনটি সেঞ্চুরি প্রত্যাশা করেছিলেন সুজন

দেশে ফিরেই অনুশীলনে ব্যস্ত তামিম