ওমানকে উড়িয়ে দিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
মাত্র ৩.১ ওভারে ম্যাচ জিতেছে ইংল্যান্ড

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-06-14T07:35:29+06:00
আপডেট হয়েছে - 2024-06-14T07:35:29+06:00
England vs Oman
Sir Vivian Richards Stadium, Antigua

England
50/2 (3.1)

Oman
47/10 (13.2)
England won by 8 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Adil Rashid (England) |
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। ওমানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। বল হাতে ওমানকে মাত্র ৪৭ রানে অলআউট করে জস বাটলারের দল৷ এরপর মাত্র ৩.১ ওভারে রান তাড়া করে ফেলে ইংলিশরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বড় জয় পেয়েছে ইংলিশরা
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরু থেকেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। আর্চার-উড-রশিদদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।
প্রতীক আথভালেকে ফিরিয়ে ধসের শুরুটা করেন পেসার জফরা আর্চার। দ্বিতীয় ওভারে আর্চার শিকার করেম ওমান অধিনায়ক আকিব ইলিয়াসের উইকেট। তার ব্যাট থেকে আসে ১০ বলে ৮ রান। এরপর এক ওভারে জোড়া উইকেট শিকার করেন আরেক পেসার মার্ক উড। পরের ওভারে লেগ স্পিনার আদিল রশিদ উইকেট শিকারে যোগ দিলে পঞ্চাশ ছোঁয়া হয়নি ওমানের। ওমানের ব্যাটিংয়ে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবলমাত্র শোয়েব খান। তার ব্যাট থেকে আসে ২৩ বলে ১১ রান।
চার ওভারে মাত্র ১১ রান দিয়ে চার উইকেট শিকার করেন আদিল রশিদ। সমান ১২ রান দিয়ে তিনটি করে উইকেট শিকার করেন জফরা আর্চার ও মার্ক উড।
জবাব দিতে নেমে ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ওপেনার ফিল সল্ট। পরের বলে অবশ্য তাকে বোল্ড করেন পেসার বিলাল খান। পরের ওভারে দলীয় ২০ রানের মাথায় ৭ বলে ৫ রান করা উইল জ্যাকসকে ফেরান কলিমউল্লাহ। বিলাল খানের করা ইনিংসের তৃতীয় ওভারে চারটি চার ও এক ছক্কায় ২২ রান তোলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। পরের ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে ইংল্যান্ডের আট উইকেটের জয় নিশ্চিত করেন জনি বেয়ারেস্টো। বাটলার অপরাজিত ছিলেন ৮ বলে ২৪ রান এবং বেয়ারেস্টো অপরাজিত ছিলেন ২ বলে ৮ রান করে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।