Scores

ওয়েলিংটনে পৌঁছাল বাংলাদেশ ক্রিকেট দল

প্রথম টেস্ট শেষ হয়েছে গত রবিবার। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দল পরাজিত হয়েছে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে। ম্যাচে হারলেও বাংলাদেশের প্রাপ্তির খাতায় বাংলাদেশের অর্জন তামিম, রিয়াদ ও সৌম্যর সেঞ্চুরি। এই প্রাপ্তিগুলোকেই পুঁজি করে আজ ওয়েলিংটনে পাড়ি জমিয়েছে সফরকারীরা।

বাংলাদেশ দল

 

Also Read - মোহাম্মাদ আমিরের মায়ের মৃত্যু, ক্রিকেটারদের শোক


তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। শুরু হবে আগামী ৮ মার্চ। দ্বিতীয় ম্যাচ খেলার উদ্দেশ্যে মঙ্গলবার হ্যামিল্টন থেকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল।

এদিকে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রচণ্ড বাতাস থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং-ব্যাটিং দুইটিতেই সমস্যা হতে পারে। তবে ওয়েলিংটন যাত্রার সময় টাইগার ওপেনার সাদমান ইসলাম জানিয়েছেন অন্য কথা, ‘বাতাস তো থাকবে। এটা প্রাকৃতিক বিষয়। আমার মনে হয়, এতে কোনো সমস্যা হবে না। ওটা যদি মাথায় নেই তাহলেই হয়তো সমস্যা হবে। কিন্তু বিষয়টা মাথায় না রাখাই ভালো হবে।’

এদিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি প্রথম টস্টে খেলেছেন সৌম্য সরকার, পেয়েছেন সাদা পোশাকে নিজের প্রথম শতকের দেখাও। তার ১৪৯ রানের এ ইনিংসটি সমালোচকদের জন্য এক বড় জবাবও।

মাঠে দল পরিচালনার পাশাপাশি ব্যাটে-বলেও যে দলকে সামনে থেকেও নেতৃত্ব দিতে হয় সেটা এদিন খুব ভালোভাবেই দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেট জুটিতে সৌম্য সরকারকে নিয়ে ২৩৭ রানের জুটি গড়েন তিনি। সেডেনা পার্কে এসে আবারও পেয়েছেন কাঙ্খিত টেস্ট শতকের দেখা। যা তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত চতুর্থ।

জিম্বাবুয়ে, উইন্ডিজের বিপক্ষে শতকের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও শতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে টানা ৩ টেস্ট শতক হাঁকানোর রেকর্ডও গড়লেন তিনি।

অনেক না পাওয়ার এ টেস্টেও দলের তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি তাই প্রাপ্তি হিসেবে মোটেও কম না বাংলাদেশের জন্য। চতুর্থ ইনিংসে চারশ ছাড়ানো ইনিংসেও বাংলাদেশ খুঁজতে পারে অনুপ্রেরণা।

ফর্মে থাকা এ ব্যাটসম্যানরা নিজেদের ফর্ম আর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, অফ-ফর্মে থাকা বাকি ব্যাটসম্যানরা রানে ফিরতে পারলে আর সাথে নতুন বোলিং লাইনআপ যদি নিজেদের কাজটা করতে পারে তবে হয়তো ওয়েলিংট আর ক্রাইস্টচার্চে ভালো কিছুই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়াগনারের বিপক্ষে খেলতে পছন্দ করেন না তামিম!

উইলিয়ামসনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তামিমের

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন

অনাকাঙ্ক্ষিতভাবে সিরিজ শেষ হওয়ায় লজ্জিত উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর