ওয়াগনার নয়, ক্রাইস্টচার্চ টেস্টের স্কোয়াডে সিয়ার্স
বেন সিয়ার্সকে দলে ডেকেছে নিউজিল্যান্ড।

ওয়াগনার নয়, ক্রাইস্টচার্চ টেস্টের স্কোয়াডে সিয়ার্স
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-03-04T14:25:01+06:00
আপডেট হয়েছে - 2024-03-04T14:25:01+06:00
ওয়েলিংটন টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন নিউজিল্যান্ডের পেসার উইল ও’রউরকে। তার পরিবর্তে নেইল ওয়াগনারকে পরের ম্যাচে খেলিয়ে বিদায় দেওয়ার সম্ভাবনা জেগেছিল। তবে ওয়াগনার নয়, বেন সিয়ার্সকে ক্রাইস্টচার্চে পরের টেস্টের স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছে নিউজিল্যান্ড। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ওয়াগনারকে বিবেচনা করেনি নিউজিল্যান্ড। ছবি : গেটি ইমেজস
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েলিংটনে অজিদের কাছে বড় ব্যবধানে হেরেছে কিউইরা। সেই ম্যাচে চোট পান কিউই পেসার উইল ও’রউরকে। তার পরিবর্তে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ ম্যাচের স্কোয়াডে আরেক পেসার বেন সিয়ার্সকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ও’রউরকেকে। তবে তার বদলি হিসেবে নেইল ওয়াগনারকে বিবেচনা করা হয়নি বলে জানিয়েছেন কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড।
গণমাধ্যমকে স্টিড জানান, ‘তার (ও’রউরকে) না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি হতে যাচ্ছে। বেন সিয়ার্সকে আমাদের কাছে সবচেয়ে কাছাকাছি বদলি ক্রিকেটার মনে হয়েছে। আমরা এমন কাউকে চেয়েছিলাম যার ভালো গতি রয়েছে। বেনের আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সাফল্য তার অন্তর্ভূক্তিতে অবদান রেখেছে।’
ওয়াগনারকে না ডাকার প্রসঙ্গে স্টিড জানান, ‘আমরা সেখানে (ওয়াগনারকে দলে নেওয়া) যাইনি। ওয়াগনার এমন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তে সে স্বাচ্ছন্দ্যবোধ করে। আমরা অনেক কিছু বিবেচনা করেছি এবং ভেবেছি এই ক্ষেত্রে বেনের গতি এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার সাফল্য পার্থক্য সৃষ্টি করে দিয়ে আমাদের সাহায্য করতে যাচ্ছে।’
স্টিড আরও জানান, ‘নেইল গত রাতে দল থেকে বিদায় নিয়েছে। তার সব অর্জন আমরা উদযাপন করেছি এবং নেইলও তার সিদ্ধান্তে খুশি ছিল।’
আগামী ৮ মার্চ ক্রাইস্টচার্চের হেগলি ওভালে মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।