ওয়াটসনের সাথে আরও খেলতে চান মুস্তাফিজ
বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের যাত্রা সুখকর ছিল না। বাজে শুরুর কারণে দলটি শেষদিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেও শেষ চারে জায়গা করে নিতে পারেনি।
১২ ম্যাচে ৫টি জয় পাওয়া রংপুর ঘুরে দাঁড়ায় শেন ওয়াটসন দলটিতে যোগ দেওয়ার পর। প্রথমবারের মত বিপিএলে খেলতে এসে দলকে নেতৃত্বও দিয়েছেন অজি তারকা। বিপিএল থেকে দল ব্যর্থতা নিয়ে বিদায় নিলেও রংপুর রেঞ্জার্সের হয়ে দুর্দান্ত খেলা পেসার মুস্তাফিজুর রহমানকে তাই রোমাঞ্চিত করেছে ওয়াটসনের সঙ্গ।
Also Read - আফিফের সাথে জুটি উপভোগ করছেন লিটন
সম্প্রতি এক টুইট বার্তায় মুস্তাফিজ জানান, মাঠ ও মাঠের বাইরে ওয়াটসনের সাথে সময় কাটানো উপভোগ করেছেন। পুরো দলও যে মুস্তাফিজের মত ওয়াটসনের সঙ্গ উপভোগ করেছে, সেটিও আর বলার অপেক্ষা রাখে না।
ভবিষ্যতেও ওয়াটসনের সাথে একই দলের হয়ে এমন লিগগুলো মাতাতে চান মুস্তাফিজ।
তিনি বলেন, ‘পুরো বিপিএলই উত্থান-পতনে কেটেছে। আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি। তবে দুর্ভাগ্যবশত প্লে-অফে জায়গা করে নিতে পারিনি।’
‘মাঠ ও মাঠের বাইরে শেন ওয়াটসনের সাথে সময় কাটাতে পারা সত্যিই রোমাঞ্চকর ছিল। নিকট ভবিষ্যতেও তার সাথে একই দলের হয়ে খেলতে চাই।’
There were ups and down throughout the BPL. We tried our best but unfortunately couldn’t make it to the play-offs. But it was really thrilling to spend times with @ShaneRWatson33 in and off the field. Looking forward to play in the same team in near future too. pic.twitter.com/3MyiM7jnZh
— Mustafizur Rahman (@Mustafiz90) January 11, 2020