Scores

ওয়ানডেতেও উইলিয়ামসনের টি-টোয়েন্টির নিয়তি

নিউজিল্যান্ডের কাঁটা ঘায়ে উইলিয়ামসনের চোট যেন তপ্ত নুন। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। তাও কিনা পাঁচ ম্যাচের সিরিজ! ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোটা তাই খুব গুরুত্বপূর্ণ। তবে বল মাঠে গড়ানোর আগেই একটি বড় দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড।

ওয়ানডেতেও উইলিয়ামসনের টি-টোয়েন্টির নিয়তি

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর প্রাক্বালে দলটি প্রথম দুই ম্যাচের জন্য হারিয়েছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এর আগে চোটের কারণে দুটি টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারেননি, এবার অনুপস্থিত থাকবে দুটি ওয়ানডেতে। টি-টোয়েন্টি সিরিজে বাঁধানো বাঁ কাঁধের চোটে এখনো ভুগছেন তিনি।

Also Read - ভারতের টেস্ট দলে ফিরলেন পৃথ্বী


গত বুধবার (২৯ জানুয়ারি) হ্যামিল্টনে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় এই চোট বাঁধান উইলিয়ামসন। এরপর খেলতে পারেননি পরের দুটি ম্যাচে। দলও যথারীতি হেরেছে।

তবে ওয়ানডে সিরিজের আগে উইলিয়ামসনকে ফিট হিসেবে পাওয়ার আশা করেছিল নিউজিল্যান্ড। সেই আশায় গুঁড়েবালি। উইলিয়ামসন ফিরবেন, তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। সিরিজের প্রথম দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই লড়তে হবে কিউইদের।


উইলিয়ামসনের অনুপস্থিতিতে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

উইলিয়ামসনের অনুপস্থিতি ছাড়াও নিউজিল্যান্ডের স্কোয়াডে ভিন্ন হিসেবনিকেশ রয়েছে চোট আর পরিবর্তনের কারণে। লেগ স্পিনার ইস সোধি স্কোয়াডে আছেন শুধু প্রথম ম্যাচের জন্য। এরপর চলে যাবেন নিউজিল্যান্ড ‘এ’ দলে! এছাড়া তিন অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনকে ছাড়াই খেলতে হবে এই সিরিজও। তিনজনই মাঠের বাইরে চোটের কারণে।

একনজরে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াড 

কেন উইলিয়ামসন (নিয়মিত অধিনায়ক), রস টেলর, টিম সাউদি, টম ব্লান্ডেল, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুজেলেজিং, টম লাথাম (উইকেটরক্ষক, প্রথম দুই ওয়ানডের অধিনায়ক), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইস সোধি (১ম ওয়ানডে)।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

কপিল দেবের শারীরিক অবস্থার উন্নতি

অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার

বেতন কর্তনে সম্মতি দিলেন ইংলিশ ক্রিকেটাররা

হার্ট অ্যাটাকে হাসপাতালে কপিল দেব

বাংলাদেশের মত ভাবতে হচ্ছে না কোহলিদের