
ওয়ানডেতে আইসিসির বর্ষসেরা কোহলি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-26T20:38:34+06:00
আপডেট হয়েছে - 2024-01-26T20:38:34+06:00
২০২৩ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেরা ক্রিকেটার হওয়া কোহলি এবার জিতেছেন আইসিসির বর্ষসেরার খেতাব। বছরটা দারুণ কেটেছে কোহলির। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কোহলি। ছবি : গেটি ইমেজস
২০২৩ সালে ২৪ ইনিংসে ১৩৭৭ রান করেছেন কোহলি। দারুণ উজ্জ্বল ছিলেন বছরের সবচেয়ে বড় ইভেন্ট ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতা কোহলি বিশ্বকাপে ১১ ইনিংস খেলে ৯টিতেই অন্তত ৫০ রান করেছেন। সবমিলিয়ে রান করেছেন ৭৬৫, গড় ৯৫.৬২, স্ট্রাইকরেট ৯০.৩১। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩টি। বিশ্বকাপের আসরে যেকোনো ব্যাটারের জন্য ৭৬৫ রান সর্বোচ্চ। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ২০০৩ বিশ্বকাপে গড়া ৬৭৫ রানের রেকর্ড।
ওয়ানডেতে নিজের ৫০তম সেঞ্চুরিটা বিশ্বকাপে বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছেন কোহলি। এখানেও ভেঙেছেন শচীনের রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে শচীনের ৪৯ সেঞ্চুরিই এতদিন ছিল সর্বোচ্চ। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ৫০টি ওয়ানডে সেঞ্চুরির মালিক কোহলি।
বিশ্বকাপে সেরা ফর্মে থাকলেও নিজের দল ভারতকে ঘরের মাঠে বিশ্বকাপটা জেতাতে পারেননি কোহলি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আউট হয়েছেন ফিফটি হাঁকিয়ে। সংগ্রহটাও বড় হয়নি ভারতের। শেষমেশ হেসেখেলেই জিতেছে অজিরা। ঘরে তুলেছে নিজেদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। দল হারলেও কোহলি জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার।
সব মিলিয়ে ২০২৩ সালে ওয়ানডেতে ২৪ ইনিংসে ৭২.৪৭ গড়ে ১৩৭৭ রান করেছেন কোহলি। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৬টি, ফিফটি ৮টি। এমন একজনের হাতেই তো আইসিসির ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটা মানায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।