Scores

ওয়ানডেতে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুশফিক

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থান দখল করেছেন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে আছে মুশফিকের নাম।

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুশফিক
লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচেই চওড়া ছিল মুশফিকের ব্যাট। ছবি : বিডিক্রিকটাইম

জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে খেলেছেন ১২৫ রানের অনবদ্য ইনিংস।

এই দুই ইনিংসে টানা দুই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি পুরস্কার পেলেন র‍্যাংকিংয়ের টেবিলেও। মুশফিকুর রেটিং পয়েন্ট এখন ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট। এই রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

Also Read - ওয়ানডে র‍্যাংকিংয়ে দ্বিতীয় মিরাজ, শীর্ষ দশে মুস্তাফিজ

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকই আছেন ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের সবচেয়ে ভালো অবস্থানে। দেশিদের মধ্যে দ্বিতীয় সেরা অধিনায়ক তামিম ইকবাল, আছেন ২৪তম স্থানে। অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান যথারীতি শীর্ষস্থানে অবস্থান করছেন।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষ ১৫ 

অবস্থাননামরেটিং
১মবাবর আজম৮৬৫
২য়বিরাট কোহলি৮৫৭
৩য়রোহিত শর্মা৮২৫
৪র্থরস টেলর৮০১
৫মঅ্যারন ফিঞ্চ৭৯১
৬ষ্ঠজনি বেয়ারস্টো৭৮৫
৭মফখর জামান৭৭৮
৮মফ্যাফ ডু প্লেসিস৭৭৮
৯মডেভিড ওয়ার্নার৭৭৩
১০মশাই হোপ৭৭৩
১১শকুইন্টন ডি কক৭৫৬
১২শকেন উইলিয়ামসন৭৫৪
১৩শইমাম উল হক৭৫১
১৪শমুশফিকুর রহিম৭৩৯
১৫শজো রুট৭২৩

 

Related Articles

ওয়ানডে র‍্যাংকিংয়ে পিছিয়েও শীর্ষ পাঁচে মিরাজ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সৌম্য, রিয়াদ, সাকিবের উন্নতি

ওয়ানডে র‍্যাংকিংয়ে তামিম-মিঠুনের উন্নতি

বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে সাকিব

টেস্ট র‍্যাংকিংয়ে রিয়াদসহ ‘৪’ বাংলাদেশির উন্নতি