Scores

ওয়ানডে সিরিজে ঘুরে দাড়াতে চায় শ্রীলংকা

কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের কাছে হেরে যাওয়াটা এখনও মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার খেলোয়াড়রা। তবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে তারা দেখছেন সুযোগ হিসেবে।

শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ
আজ ডাম্বুলায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার ওয়ানডে পারফরম্যান্স খুব একটা ভালো নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা সর্বশেষ ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে ঘুরে দাঁড়াতে চান লঙ্কানরা। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা দলের ভারপ্রাপ্ত অধিনায়ক উপল থারাঙ্গা।

তিনি বলেন, ‘শেষ টেস্ট ম্যাচটি হেরে যাওয়ায় আমরা বেশ হতাশ। তবে এটা একটি নতুন সিরিজ এবং ভালো সুযোগ শক্তভাবে ঘুরে দাঁড়ানোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজে আমরা ৫-০ ব্যবধানে হেরেছি। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ এ সিরিজ।’

Also Read - কুশল পেরেরার বদলে শ্রীলঙ্কা দলে সিরিবর্ধনে


এছাড়া ওয়ানডেতে নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী এই ওপেনার, “আমরা দারুণভাবে প্রস্তুত। কিছু নতুন ক্রিকেটার আছে দলে। সিকুগে প্রসন্ন, থিসারা পেরেরার মত সিনিয়ররা ফিরেছে। শেষ টেস্টের পর আমরা প্রায় ভেঙে পড়েছিলাম। ওয়ানডেতে ভালো করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”আরও দেখুন- ডাম্বুলায় দেখা যাবে আসল মুস্তাফিজকেউল্লেখ্য, আজ শনিবার ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে সিরিজের সমাপ্তি টানবে সফরকারী বাংলাদেশ।

  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন শরিফুল

আজকের এই দিনেঃ টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ

সেমি-ফাইনালে আগে ব্যাট করছে বাংলাদেশ

চট্টগ্রামের পিচের ভাগ্যে এক ডিমেরিট পয়েন্ট

‘আসলে এটা হবে আমার সাবেক দল বাংলাদেশ’