SCORE

ওয়ানডেতে বাংলাদেশ ভয়ঙ্করঃ ডু প্লেসিস

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভয়ঙ্কর প্রতিপক্ষ বলে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ১৫ অক্টোবর, রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বহুল প্রত্যাশিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সিরিজ উদ্বোধনী ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্লেসিস এমন মন্তব্য করেন।

মুশফিককে ডু প্লেসিসের খোঁচা!

চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ ছিল বাংলাদেশের পারফরমেন্স, যা প্রথমবারের মতো টাইগারদের পৌঁছে দিয়েছিল বড় কোনো আসরের সেমিফাইনালে। সেদিকে ইঙ্গিত করে প্লেসিস বলেন, ‘আমি মনে করি সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা নিজেদের দেশের বাইরেও ভালো করতে পারে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে।’

Also Read - 'কীভাবে মিডিয়াতে কথা বলতে হয় জানতে হবে'

প্লেসিস আরও বলেন, ‘ঘরের বাইরে টেস্ট ক্রিকেটে তাদের রেকর্ড সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সাদা বলের ক্রিকেটে তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ, বিশেষ করে একদিনের ক্রিকেটে, সেটি তারা প্রমাণ করেছে। তাই, আমাদের জন্য টেস্ট ম্যাচের জয় দুটি বেশ ভালো ছিল এবং আমরা তাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছি। কিন্তু ওয়ানডে সিরিজে আমরা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ প্রত্যাশা করছি।’

২০১৫ সালে বাংলাদেশ সফরকালে স্বাগতিকদের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর দুই বছর কেটে গেলেও এখনও শুকায়নি ঐ ক্ষতের দাগ। দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশ দল প্রোটিয়াদের বিপক্ষে এখনও সুবিধা করতে না পারলেও জ্বলে উঠতে পারে যেকোনো সময়েই, আর টাইগার ও তাদের সমর্থকদের সেই ভরসাটুকু দিচ্ছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের লড়াকু পরিসংখ্যান। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, সেটাই এখন সবার প্রত্যাশা।

উল্লেখ্য, ১৫ অক্টোবর (রোববার) বাংলাদেশ সময় দুইটায় শুরু হবে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটির ভেন্যু কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠ।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ইনজুরির কারণে টি-২০ সিরিজে নেই ডু প্লেসিস

প্রোটিয়াদের মুখে খুশির ঝিলিক

সাকিবে ভরসা মাশরাফির

‘দেশের ক্রিকেটের জন্য বিপদসংকেত’

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ৩৭০