Scores

ওয়ানডে দলের সাথে সিলেট যাচ্ছেন নাঈম-বিপ্লব

টেস্ট দলে নিয়মিতই ভালো করছেন। সদ্য সমাপ্ত ঢাকা টেস্টে তো তিনিই দলের জয়ের নায়ক। টেস্টে নতুন করে মূল্যায়ন পাওয়ার কিছু নেই। সেই নাঈম হাসান এবার ওয়ানডে দলের সাথে যাচ্ছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে

ওয়ানডে দলের সাথে সিলেট যাচ্ছেন নাঈম-বিপ্লব

এখন পর্যন্ত ৫টি টেস্ট খেলা হলেও সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকই হয়নি নাঈমের। ঢাকা টেস্টে ঘূর্ণিজাদু দেখিয়ে জিম্বাবুয়ে সিরিজেই জাতীয় দলের রঙিন জার্সি গায়ে চাপানোর শখ পূরণ হতে পারে এই অফ স্পিনারের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ওয়ানডে দল সিলেট যাচ্ছে, সাথে যাবেন নাঈমও।

Also Read - মিরাজের বাসা থেকে ১৭ ভরি সোনা ও ৬ হাজার ডলার চুরি!


নাঈম ছাড়াও সিলেট যাত্রায় ওয়ানডে দলের সঙ্গী হচ্ছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নাঈম ও বিপ্লব দুজনই সিলেটে ওয়ানডে দলের সাথে থাকবেন, অনুশীলনও করবেন।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ৩ ও ৬ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে আবারো ঢাকায় ফিরবে দুই দলের দ্বৈরথ। মিরপুরে মাঠে গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


একনজরে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি

১ মার্চ- প্রথম ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
৬ মার্চ- তৃতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিপ্লবের বাবা, সিট মেলেনি এখনো

সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় বিপ্লব

তিন ফরম্যাটেই নিয়মিত হতে চান বিপ্লব

লিটন-সৌম্য ঝড়ের পর বাংলাদেশের দাপুটে জয়

আবাহনীতে মুশফিক, মোহামেডান ছেড়ে আসছেন লিটনও