Scores

ওয়ানডে র‍্যাংকিংয়ে তামিম-মিঠুনের উন্নতি

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি ঘটেছে বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে আইসিসির প্রকাশিত হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে অবস্থানের উন্নতি ঘটেছে তাদের।

ওয়ানডে র‍্যাংকিংয়ে তামিম-মিঠুনদের উন্নতি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে মোটে ২০ রান করলেও তৃতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের শেষ ম্যাচে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি, যা তার ক্যারিয়ারের দ্রুততম শতক।

Also Read - বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে সাকিব

চোখ ধাঁধানো এই শতকে র‍্যাংকিংয়েও উন্নতি ঘটেছে তামিমের। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন তালিকার ২৩তম স্থানে।

এগিয়েছেন সাকিবও, যদিও র‍্যাংকিংয়ে তিনি তামিমের পেছনে। দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের ইনিংসসহ তিন ম্যাচে ১৪৫ রান করে ৩ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন এই তারকা।

ব্যাট হাতে আহামরি কিছু করে দেখাতে না পারলেও র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মোহাম্মদ মিঠুনেরও। তিন ম্যাচে ১৯, ২ ও ৩০ রান করে সমালোচনার মুখে পড়লেও র‍্যাংকিংয়ে উত্থান ঘটিয়ে মিঠুনের অবস্থান এখন ৯১তম।

বাংলাদেশিদের মধ্যে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, তার অবস্থান ১৪তম। সাকিব আল হাসান অবস্থান করছেন ২৮তম স্থানে। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৪১তম, লিটন দাস ৪৫তম, সৌম্য সরকার ৫৬তম এবং সাব্বির রহমান ৯৩তম অবস্থানে রয়েছেন।

একনজরে শীর্ষ ১০০-তে বাংলাদেশি ব্যাটসম্যানদের অবস্থান

অবস্থাননামরেটিং পয়েন্ট
১৪মুশফিকুর রহিম৭২৩
২৩তামিম ইকবাল৬৭০
২৮সাকিব আল হাসান৬৪১
৪১মাহমুদউল্লাহ রিয়াদ৫৭১
৪৫লিটন দাস৫৫৮
৫৬সৌম্য সরকার৫২১
৯১মোহাম্মদ মিঠুন৪৩৩
৯৩সাব্বির রহমান৪৩০

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে সাকিব

টেস্ট র‍্যাংকিংয়ে রিয়াদসহ ‘৪’ বাংলাদেশির উন্নতি

নবী-ওকসের উন্নতি, অবনতি স্টোকসের

আবারও টেস্টের সেরা ব্যাটসম্যান উইলিয়ামসন

রেকর্ড গড়া রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে প্রবেশ কনওয়ের