Scores

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও সাকিবের নাম মুছে ফেললো আইসিসি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নাম মুছে ফেলার পরে এবার ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও তার নাম মুছে ফেললো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি কতৃক সাময়িক নিষিদ্ধ হওয়ার কারণেই র‍্যাঙ্কিং থেকে মুছে ফেলা হচ্ছে তার নাম।

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও সাকিবের নাম মুছে ফেললো আইসিসি

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষে একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিং নতুন করে হালনাগাদ করেছে আইসিসি। এখানে দেখা যাচ্ছে, বাংলাদেশি অলরাউন্ডার সাকিবের নাম নেই ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ডার কোনো তালিকাতেই। ফলে অলরাউন্ডার দ্বিতীয় স্থানে থাকা বেন স্টোকস উঠে এসেছেন শীর্ষে। অথচ স্টোকসের থেকে রেটিং পয়েন্টে যোজন যোজন এগিয়ে ছিলেন সাকিব। ইংলিশ অলরাউন্ডারের বর্তমান রেটিং পয়েন্ট ৩১৯। যেখানে সাকিবের পয়েন্ট ছিল ৪০৬।

Also Read - বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত


বিশ্বকাপের দ্বাদশ আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। সেই সাথে বল হাতেও শিকার করেছিলেন গুরুত্বপূর্ণ কিছু উইকেট। দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করে রেটিং পয়েন্টে চলে গিয়েছিলেন ধরাছোঁয়ার বাইরে। ওয়ানডে ব্যাটিংয়ে ছিলেন ২২তম স্থানে। এখানে তার রেটিং ছিল ৬৯২।

সাকিব সরে যাওয়ায় আবারো দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০৭। এছাড়া প্রথমবারের মতো সেরা তিনে উঠে এসেছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। ইমাদের নামের পাশে পয়েন্ট ২৯৫।

টি টোয়েন্টি ও ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকা থেকে মুছে ফেললেও টেস্ট তালিকায় এখনো রয়েছেন সাকিব আল হাসান। সাদা পোশাকের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থান করছেন তিনি। এখানে তার রেটিং পয়েন্ট ৩৯৭ তার আগে আছেন যথাক্রমে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার ও ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। তাদের দুজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৪৭২ ও ৪১৯।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

নির্ধারিত সময়েই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসির ভারতপ্রীতি নিয়ে টুইটারে ক্ষোভ

ক্রিকেট ভক্তদের দুঃসংবাদ দিল আইসিসি

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ চলতি মাসেই

বন্ধ হয়ে গেল আইসিসিও