ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত দলে জায়গা পেয়েছেন মার্টিন গাপটিল। যদিও প্রথম দুই ম্যাচের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান কলিন মুনরোর।
ঘোষিত দলে ফেরার মাধ্যমে আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন চোটের সাথে সংগ্রাম করা গাপটিল। এর আগে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ খেলার সময় চোটের শিকার হন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মাঠে নামার জন্য গাপটিল এখন যথেষ্ট ফিট রয়েছেন।
মূল লড়াইয়ে নামার আগে ১০ জানুয়ারি নিউজিল্যান্ড বোর্ড একাদশের হয়ে বাংলাদেশ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন তিনি।
Also Read - তামিম-সাকিব মুখোমুখি লড়াইয়ে জয়ী তামিমএদিকে দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম দুই ম্যাচে খেললেও তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে থাকবেন বিশ্রামে। তার বদলে ঐ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম। ঐ ম্যাচে উইলিয়ামসনের পরিবর্তে দলে ফিরবেন কলিন মুনরো, যিনি নেই প্রথম দুই ম্যাচের দলে।
নিউজিল্যান্ড ক্রিকেটের নির্বাচক দল ঘোষণার পর বলেন, ‘গাপটিলকে দলে পেয়ে আমরা আনন্দিত। সে বিশ্বমানের একজন ক্রিকেটার এবং ওয়ানডে দলে আমাদের ভরসা।’
গাপটিল ছাড়াও দলে ফিরেছেন হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মিচেল স্যান্টনার।
একনজরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড আসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেন স্যান্টনার, টিম সাউদি।
একনজরে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি-
ম্যাচ তারিখ
প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি
প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ