Scores

ওয়ানডে সিরিজ ঘিরে জোর প্রস্তুতি উইন্ডিজদের

টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে ধবলধোলাই এরপর ওয়ানডে সিরিজ নিয়েও বেশ তৎপর উইন্ডিজরা। রঙ্গিন পোশাকে লাল সবুজের বিপক্ষে নামার জন্য তাই ক্যাম্প করেছে তারা।

বাংলাদেশের-বিপক্ষে-প্রস্তুতি-ম্যাচের-উইন্ডিজ-দল-ঘোষণা

ওয়ানডেতে খুব একটা সুবিধায় নেই উইন্ডিজ দল। বিশ্বকপা খেলার জন্যই বাছাইপর্ব খেলতে হয় প্রথম দুইবার বিশ্বকাপ জিতে নেয়া দলকে। তাই বাংলাদেশ সিরিজকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে তারা।

Also Read - ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ দল


সাদা পোশাকে বেশ অধারাবাহিক বাংলাদেশ দল। অন্যদিকে রঙ্গিন পোশাকে অনেকটাই আত্মবিশ্বাসী। গত বিশ্বকাপে যে বদলে যাওয়া বাংলাদেশকে চিনেছে বিশ্ব সে বাংলাদেশের ছাপ ধারাবাহিকভাবে রেখে গিয়েছে ওয়ানডে ফরম্যাটে।

২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ দল ম্যাচ খেলেছে ৩৫টি, জিতেছে ১৭টি, হেরেছে ১৫টি ও পরিত্যাক্ত হয়েছে তিনটি ম্যাচ। সুতরাং দেখা যাচ্ছে প্রায় ৫০ শতাংশ ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। ঘরের মাঠে টানা পাঁচ সিরিজ জিতেছে। লঙ্কায় গিয়ে ড্র করে এসেছে সিরিজ। যদিও নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার মাআটিতে তেমন সুবিধা করতে পারে নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলেছে বাংলাদশ দল। ইংল্যান্ডের মাটিতে হারিয়েছে শক্তিশালী নিউজিল্যান্ডকে।

উইন্ডিজ দলের কোচ দলের কোচ কার্টলি অ্যামব্রোস জানান, ‘পাঁচদিনের এই ক্যাম্পের প্রধান বিষয় ছিল খেলোয়াড়দের সাদা বলের জন্য প্রস্তুত করা। কারণ ওয়ানডে ক্রিকেট টেস্ট ক্রিকেটের চেয়ে অনেক ভিন্ন, অনেক বেশি দ্রুতগতির। এখানে খুব বেশি ভুল করার সুযোগ নেই। তাই গত পাঁচদিনে আমরা নিজেদের প্রস্তুত করেছি। এই পাঁচদিন খুব ভালো ছিল। ছেলেরা নিজেদের ভালোভাবে মেলে ধরতে পেরেছে। তারা খুব সহজেই ধরতে পেরেছে কি করতে হবে। যে কারণে কাজ খুব সহজ হয়েছে।’

তিনি যোগ করেন, ‘এই ক্যাম্প থেকে আমরা ধারণা পেয়েছি যে আমাদের ছেলেদের সামর্থ্য কতটুকু। আমি খুবই খুশি যে তারা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। কখনো থেমে যায়নি। বিশেষ করে এই উত্তপ্ত গরমের মধ্যে। আমি বিশ্বাস করি যে ওয়ানডে সিরিজেও আমাদের পক্ষেই ফল আসবে।’

আগামী ২২ জুলাই রোববার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। পরে ২৬ ও ২৮ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে দুই দল। এর আগে আগামী ১৯ জুলাই ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরো পড়ুনঃ পেরেরাদের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

২৭ আগস্ট শুরু এশিয়া কাপের অনুশীলন

ছুটি কমেছে টাইগারদের

ফুটবল নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সতর্ক করলেন ট্রেনার