ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন সাকিব
চোট আক্রান্ত টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে মিলল সুখবর।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-06-08T12:06:35+06:00
আপডেট হয়েছে - 2023-06-08T12:14:06+06:00
চোটের কারণে মাঠের বাইরে থাকা জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে মিলল সুখবর। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজ থেকেই মাঠে দেখা যেতে পারে তাকে। এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
চোট সারানোর জন্য এতগুলো সময় পড়ে আছে- কোচদের মাঝখানে দাঁড়িয়ে কি এ কথাই বলছেন সাকিব? ছবি : বিডিক্রিকটাইম
যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব, ফিরেই পা ফেলেছেন মিরপুরের সবুজ গালিচায়। বৃহস্পতিবারও (৮ জুন) তাকে দেখা গেল হোম অব ক্রিকেটে। দেখে মনে হলো ক্যাম্পে থাকা সতীর্থদের সাথে অনুশীলনই করছেন। সেরে না উঠলেও প্রচণ্ড গরমের মধ্যেই সঙ্গীদের অনুশীলনের তাড়না বাড়ালেন সরব উপস্থিতিতে।
এদিনই জানা গেছে সাকিবের এক্সরে রিপোর্ট সম্পর্কে। সেই রিপোর্ট সন্তোষজনক। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে জুলাই মাসের শুরুতে। তার আগে সাকিব যে প্রায় এক মাসের মতো সময় পাচ্ছেন, সে সময়টায় নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে পারবেন অনায়াসেই।
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, 'আমি এক্সরে দেখেছি। দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।'
সাকিবের চোট এখন আর দুর্ভাবনার কারণ নয়। মূল চ্যালেঞ্জ ফিটনেস ফিরে পাওয়া। দেবাশীষের ভাষায়, 'আগে তো ফিটনেস ঠিক করতে হবে। সেটা তো মূল চ্যালেঞ্জ। আর ফ্র্যাকচার নিয়ে খুব একটা সমস্যা হবে না। এটা তো সিম্পল ফ্র্যাকচার ছিল। দুই-একদিনের মধ্যে রিহ্যাব শুরু করে দিব।'
তবে তিনি সাকিব আল হাসান বলেই নির্ভাবনা- নির্ধারিত সময়ের মধ্যে ফিটনেস অর্জনে তার চেয়ে দক্ষ বাংলাদেশে আর কে আছে! ওয়ানডে সিরিজ থেকেই সাকিব মাঠে থাকছেন, এ কথা তাই অনেকটাই নিশ্চিত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।