Scores

ওয়ার্নারের কণ্ঠে সাকিবের প্রশংসা

বিপিএলের দল সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক এবং ঢাকা ডায়নামাইটসের দলপতি সাকিব আল হাসানের স্তুতি গেয়েছেন শুক্রবারের প্রথম ম্যাচ শেষে। একইসাথে জানিয়েছেন, চোট সারাতে আর এক ম্যাচ খেলার পরই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

কালকের ম্যাচের পর চলে যাবো: ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার। ফাইল ছবি

সাবেক অস্ট্রেলীয় সহ-অধিনায়ক চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিচ্ছেন। চোট নিয়েই শুক্রবার (১৮ জানুয়ারি) মাঠে নামেন তিনি, খেলেন পঞ্চাশোর্ধ্ব দারুণ একটি ইনিংস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে সাক্ষী রেখে গড়া ঐ ইনিংস স্বাগতিক দলকে শক্ত পুঁজি দিলেও ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানের কাছে ম্লান হয়ে গেছে ওয়ার্নারের দল।

ম্যাচ শেষে আলাপকালে ওয়ার্নার জানান, এই ম্যাচের ব্যর্থতা ভুলে শনিবারের (১৯ জানুয়ারি, প্রতিপক্ষ রংপুর রাইডার্স) ম্যাচে মাঠে নামাতেই এখন মনোযোগ তাদের।

ওয়ার্নার বলেন, ‘আমাদের আজকের কথা ভুলে যেতে হবে এবং আগামীকাল আবারও মাঠে নামতে হবে।’

Also Read - সিলেটকে হারিয়ে জয়ের ধারায় ফিরলো ঢাকা


রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি খেলেই চিকিৎসার জন্য ওয়ার্নার যাবেন অস্ট্রেলিয়ায়। চোটের বর্তমান অবস্থা জানিয়ে অস্ট্রেলীয় এই ক্রিকেটার বলেন, ‘আমার কনুইয়ে কিছু জায়গা কালো হয়ে আছে। আমি আর একটি ম্যাচ পাবো, দুর্ভাগ্যজনকভাবে এর পরই আমাকে চলে যেতে হবে। কালকের ম্যাচের পর আমি চলে যাবো।’

তবে কনুইয়ের চোট কাটিয়ে আবারও দ্রুত মাঠে ফেরার প্রত্যাশাও করেছেন তিনি। ওয়ার্নারের ভাষ্য, ‘তবে আশা করি চোট কাটিয়ে দ্রুত ফিরতে পারবো।’

প্রথমে ব্যাট করতে নেমে এদিন সিলেট সিক্সার্স জড়ো করে ১৫৮ রান। বিপিএলের অন্যান্য ম্যাচের স্কোর বিবেচনায় এটি বড় সংগ্রহ হলেও এদিন ঢাকা ডায়নামাইটস লক্ষ্যে পৌঁছে যায় হেসেখেলেই। ওয়ার্নার বলেন, ‘আমি ভেবেছিলাম ১৬০ এর মত স্কোর যথেষ্ট। এই পরাজয় খুব হতাশাজনক।’

তবে ম্যাচের সেরা খেলোয়াড় ও ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানকে কৃতিত্ব দিতে কোনো কার্পণ্য করেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ওয়ার্নার বলেন, ‘সাকিব দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছে। পাওয়ারপ্লেতে তিনজন ব্যাটসম্যানকে হারানোর পর আপনি খুব কম দলকেই জিততে দেখবেন। সাকিব তার শক্তিমত্তা দেখিয়েছে।’

Related Articles

বাংলাদেশ সফরে আসবেন তো ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা?

রোজাদার রশিদের সাথে উপোষ ওয়ার্নার-উইলিয়ামসনও

ইঞ্জুরি নিয়ে খেলে নিজের ভুল বুঝতে পেরেছেন ওয়ার্নার

দেড় মাস পর ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার

আইপিএলে ওয়ার্নারদের বিজ্ঞাপনে বিধিনিষেধ অস্ট্রেলিয়ার