
খুব বেশি দিন আগের কথা নয়। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হারালেন ডেভিড ওয়ার্নার। এরপর দলেও জায়গা হারিয়ে ফেললেন। নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অনেকে প্রশ্ন তুললেন- বিশ্বকাপ দলে ওয়ার্নারকে রেখে কোনো লাভ আছে আদৌ?

সেই ওয়ার্নারই অস্ট্রেলিয়াকে জেতালেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা। পেলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। কোনো দ্বিধা নেই- অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পেছনে অন্যতম মূল অবদান ওয়ার্নারের।
ওয়ার্নারের এমন প্রত্যাবর্তনের পর দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রশংসায় ভাসালেন সতীর্থকে। তারকা এই ব্যাটার ফর্ম হারিয়ে অনেক সমালোচনা সহ্য করেছিলেন। সেসব সমালোচনা আর নিন্দা ‘ভাল্লুককে ক্ষেপিয়ে দেওয়া’র মত ভূমিকা রেখেছে, মনে করছেন ফিঞ্চ।
David Warner adjudged as the Player of the Tournament
Who is your ‘POT’? #NZvAUS #T20WorldCup pic.twitter.com/sq04XrKZi1
— bdcrictime.com (@BDCricTime) November 14, 2021
তিনি বলেন, ‘আমরা জানতাম, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। বিশ্বাস করতে পারছি না, মানুষ বলেছিল ওয়ার্নারের আর কিছু দেওয়ার নেই। সে যখন সেরা ক্রিকেট খেলে তখন এমনই হয়ে ওঠে। ব্যাপারটা ভাল্লুককে খোঁচানোর মত ছিল।’

শুধু ফিঞ্চই নন, ওয়ার্নারকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিয়েছেন বন্ধু স্টিভ স্মিথও। ওয়ার্নারকে অনেকেই বাতিলের খাটায় ফেলে দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরে পরিশ্রম করেছি। ছেলেদের সাথে এখানে থাকতে পারা, দেশে শিরোপা নিয়ে ফিরতে পারা দারুণ গৌরবের। গত দুই সপ্তাহ ধরে ওয়ার্নার দুর্দান্ত। অথচ অনেকেই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।