Scores

ওয়ার্নারের ব্যাপারে মিলল সুসংবাদ

বল টেম্পারিং ইস্যুতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বিশ্বকাপে মাঠ মাতাচ্ছেন ওয়ার্নার- এই দৃশ্য দেখার জন্য যেন উন্মুখ হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। যদিও ওয়ার্নারের ছোটখাটো এক চোট জাগিয়েছিল দুশ্চিন্তা।

ওয়ার্নারের ব্যাপারে মিলল সুসংবাদ

গত বুধবার (২৯ মে) দলের সাথে অনুশীলন করার সময় ওয়ার্নারের ডান পায়ের পেশিতে টান লাগে। এরপর ওয়ার্নারের প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার।

Also Read - মাশরাফিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রোটিয়া অধিনায়ক


তবে এবার ওয়ার্নারের ফিট থাকার বিষয়ে নিশ্চিত করেছেন দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ জানিয়েছেন, বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচে ওয়ার্নার থাকবেন একাদশে।

ফিঞ্চ বলেন, ‘ওয়ার্নার এখন ভালো আছে। সে আগামীকালের (শনিবার) ম্যাচ খেলবে।’

ওয়ার্নার একাদশে না থাকলে শন মার্শ ও উসমান খাজাকেই ব্যাটিং উদ্বোধনের দায়িত্ব নিতে হতো। ওয়ার্নারের ফিট হয়ে ওঠার সম্ভাবনা প্রবল হলেও কোচ জাস্টিন ল্যাঙ্গার ঝুঁকি নিতে নারাজ ছিলেন। সেই হিসেবে অধিনায়ক ফিঞ্চের ঘোষণা এটিই নিশ্চিত করছে- মাঠে নামার জন্য ওয়ার্নার এখন পুরোপুরি ফিট এবং এতে নেই কোনো ঝুঁকি।

ওয়ার্নার একাদশে থাকলে উসমান খাজা অথবা শন মার্শের একজনকে ব্যাটিং উদ্বোধনে নামতে হবে, অন্যজনকে সামলাতে হবে ওয়ান ডাউনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দলের টপ অর্ডার নিয়ে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট আছে ‘মধুর সমস্যা’য়। সবাই-ই ফর্মে থাকায় কাকে রেখে কাকে খেলানো হবে- এই চিন্তায় অস্থির অজিদের টিম ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১ জুন) আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পর্ব ৩ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

পর্ব ৩ : গিনেজ বিশ্বরেকর্ড সম্ভারে ক্রিকেট

ভারত ও অস্ট্রেলিয়ার দুই স্পিনারকে অনুসরণ করেন মিরাজ

পর্ব ২ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

বিশ্বকাপ না হলে অবশ্যই আইপিএল খেলতে চান ওয়ার্নার