Scores

ওয়ার্নারের শটে নেট বোলার গুরুতর আহত

বিশ্বকাপে দুটি ম্যাচ খেলা অস্ট্রেলিয়া ওভালে অনুশীলন করছে নিজেদের সামনের ম্যাচের জন্য প্রস্তুত হতে। তবে এ সময়ই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা।

শনিবার (৮ জুন) ওভালে দলের সাথে ব্যাটিং অনুশীলন করছিলেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। এ সময় ওয়ার্নারের হাঁকান একটি শট আঘাত করে এক নেট বোলারের মাথায়। আঘাত পেয়ে সাথে সাথেই মাটিতে পড়ে যান ঐ বোলার। অতঃপর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে।

Also Read - ওয়াহ-জয়াসুরিয়ার পাশে বসলেন সাকিব


এরপর প্রায় ১৫ মিনিট মাঠে অনুশীলন বন্ধ ছিল। ঐ মিডিয়াম পেসারের হাফ ভলি জোরে খেললে তা আঘাত করে বোলারের মাথায়। মাঠে ১৫ মিনিট প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।

এরপর মাথার আঘাতপ্রাপ্ত স্থান স্ক্যান করার জন্য ঐ বোলারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ট্রেলিয়ার টিম সূত্রে জানা যায়, স্থানীয় অর্থাৎ ইংলিশ ঐ নেট বোলারকে বেশ কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মাথায় সরাসরি বলের আঘাতে অন্য কোনো সমস্যা হয়েছে কি না তাও যাচাই করা হয়। তার চিকিৎসার ব্যাপারেও সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

তবে যার শটে বোলার আহত হয়ে শয্যাশয়ী হয়েছেন, সেই ওয়ার্নার বেশ আঘাত পেয়েছেন মানসিকভাবে। তবে দল থেকে তার প্রতি যথেষ্ট সমর্থন জোগানো হচ্ছে, দেওয়া হচ্ছে অভয়। কেননা ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্নারের মানসিক ফিটনেস বেশ জরুরী। গুরুতর আঘাত পেলেও ঐ নেট বোলারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় অনেক সংবাদমাধ্যম।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েডের ‘মাথার খুলি উড়িয়ে দিতে চেয়েছিল’ আর্চার!

একাধিক রেকর্ড দিয়ে অ্যাশেজ শেষ করলেন স্মিথ

সমতায় শেষ হলো অ্যাশেজ, ট্রফি গেল অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার অধিকাংশ সমর্থকই আমাকে ঘৃণা করে: মার্শ

নেতৃত্বে ফিরবেন স্মিথ!