Scores

ওয়ার্নারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন নাসির?

গত বিপিএলে, অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে সিলেট সিক্সার্সের ঘরের মাটিতে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন দলের অধিনায়ক নাসির হোসেন। সিলেট পর্ব শেষ করে দল সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে না পারলেও নাসিরের অধিনায়কত্ব হয়েছিল প্রশংসিত।

ওয়ার্নারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন নাসির?
সিলেট সিক্সার্সের গত আসরের অধিনায়ককে এবার থাকতে হচ্ছে দলচ্যুত হয়ে! ফাইল ছবি

চোটের কারণে গত বছরের বেশিরভাগ সময় নাসিরকে থাকতে হয়েছে মাঠের বাইরে। ষষ্ঠ বিপিএল দিয়ে ফিরেছেন মাঠে, যদিও দলে সুযোগ পাচ্ছিলেন না শুরুতে। এরপর বিপিএল ফিরলো সিলেটে। নাসির দলে ফেরা দূরে থাক, তাকে বাদ দিতে হয়েছে দলের সঙ্গই!

পুরো দল সিলেটে শিফট হলেও নাসির এখন ঢাকা। সিলেট সিক্সার্স কর্তৃপক্ষের দাবি, ফর্মের সাথে লড়াই করা ক্রিকেটারকে কিছুটা সময় দিতেই এমন সিদ্ধান্ত। তবে ক্রিকেট পাড়ায় চাউর হয়েছে অন্য খবর। নাসির নাকি আবারও বিতর্কিত হয়েছেন ঝামেলা পাকিয়ে!

বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাতি কিংবা কুখ্যাতি যে কয়জন ক্রিকেটারের রয়েছে, তাদেরই একজন নাসির। ইতিপূর্বে একাধিক ঝামেলায় নিজেকে জড়িয়ে বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করেছেন এই ক্রিকেটার। এবার নাকি সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সাথেই দ্বন্দ্ব পাকিয়েছেন নাসির। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সাবেক এই সহ-অধিনায়কের কারণেই এবার অধিনায়কত্ব হারাতে হয়েছে নাসিরকে।

Also Read - শান্তকে নিয়ে দুশ্চিন্তা নেই খুলনা কিংবা বাশারের


দুটি ম্যাচ খেলে ভালো করতে না পারা নাসির দল থেকে বাদ পড়লে চার ম্যাচেও নিজেকে প্রমাণ করতে না পারা আরেক ‘ব্যাড বয়’ সাব্বির রহমান, কিংবা আইকন ক্রিকেটার লিটন দাস কেন একাদশ থেকে বাদ পড়ছেন না সেই প্রশ্নই জন্ম দিচ্ছে আরেকটি প্রশ্নের- তবে কি অন্য কোনো কারণ আছে নাসিরের দলচ্যুত হওয়ার পেছনে? দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্যা ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, সিলেট সিক্সার্সের দলীয় এক সূত্র নাকি জানিয়েছে, অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সাথে বিবাদ হয়েছে নাসিরের। আর এর শাস্তি হিসেবেই তাকে সিলেট পর্বে দলের সঙ্গে রাখা হয়নি।

যদিও এমন কিছু কেউ স্বীকার করছেন না সরাসরি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একপেশে ম্যাচ হারার পর অলক কাপালিকে এ নিয়ে প্রশ্ন করা হলে এই ছিল তার উত্তর- ‘নাসির নিজে থেকেই বিশ্রাম নিয়েছে, ঢাকায় যোগ দেবে।’

Related Articles

ইঞ্জুরি নিয়ে খেলে নিজের ভুল বুঝতে পেরেছেন ওয়ার্নার

দেড় মাস পর ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার

আইপিএলে ওয়ার্নারদের বিজ্ঞাপনে বিধিনিষেধ অস্ট্রেলিয়ার

ভারত দলের কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার

কোহলিকে পেছনে ফেললেন স্মিথ, ওয়ার্নারের অবনতি