ওয়ার্নার যখন ‘বাহুবলী!’
পুরো বিশ্ব বলিউড সিনেমার রয়েছে আলাদা কদর। এমনই একটি সাড়া জাগানো সিনেমা সিরিজ ‘বাহুবলী’। বক্স অফিস কাঁপানো বাহুবলী এবার নতুন করে এসেছে আলোচনায়। আর এর কারণ অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার!
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদ তাদের অফিসিয়াল টুইটার পেইজে একটি পোস্ট শেয়ার করে, যেখানে ধারণ করা ভিডিওতে ওয়ার্নারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।
Also Read - দুই দেশেই ম্যাচজয়ী পারফর্ম মালিঙ্গারWant to know @davidwarner31‘s acting career goal?
Watch 👀 it till the 🔚 😉#OrangeArmy 🧡 #RiseWithUs pic.twitter.com/WPL3BERbFg
— SunRisers Hyderabad (@SunRisers) March 26, 2019
এ সময় ওয়ার্নারকে প্রশ্ন করা হয়- অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করে নিলে কী করবেন?
এই অদ্ভুত প্রশ্নের জবাবে পেশাদার ক্রিকেটার ওয়ার্নার জবাবও দিয়েছেন অদ্ভুত। তিনি বলেন, ‘যদি কখনও সুযোগ পাই, তাহলে বাহুবলী ছবিতে বাহুবলীর চরিত্রে অভিনয় করতে চাই!’
Hey, @davidwarner31. We have listened 😁
Whose side do you want to take?? Baahu or Bhalla?? Be prepared for the #Baahubali3 Shoot! 😉Best wishes for the rest of #IPL. Keep hitting hard 🏏 https://t.co/ZWCUbDQVYk
— Baahubali (@BaahubaliMovie) April 2, 2019
ওয়ার্নারের এই ভিডিও প্রকাশ পাওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বাহবলীর অফিসিয়াল টুইটার পেইজ থেকে পোস্টটি শেয়ারও করা হয়। এমনকি বাহুবলীর চেহারায় ওয়ার্নারকে বসিয়ে পোস্টার বানিয়ে তাও ইতোমধ্যে ভাইরাল করে দেওয়া হয়েছে!
বাহুবলী ওয়ার্নারকে নিয়ে হায়দরাবাদের পোস্ট রিটুইট করে লিখে, ‘ডেভিড ওয়ার্নার আপনার কথা শুনেছি আমরা। কোন পক্ষ নিতে চান আপনি? বাহু নাকি ভাল্লা? বাহুবলী তিনের শুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যান। আইপিএলের বাকি অংশের জন্য শুভকামনা। এভাবেই হাঁকাতে থাকুন।’
বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে আইপিএলের গত আসরে খেলা হয়নি ওয়ার্নারের। তবে এবার ফিরে দারুণ ফর্মে রয়েছেন। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডেও এই অজি ক্রিকেটার থাকছেন আলোচনায়।