Scores

ওয়ার্নের চোখে বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে যারা

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ মাঠে গড়িয়েছে সপ্তাহখানেক হলো। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন জানিয়েছেন তার মতে সেরা চারে উঠবে কোন দলগুলো। সাবেক এই অজি ক্রিকেটারের মতে বিশ্বকাপে চমক দেখাবে ধুকতে ধুকতে টুর্নামেন্টে জায়গা করে নেওয়া উইন্ডিজ।

বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দলের মধ্যে ৯টি দলই ইতোমধ্যে ম্যাচ খেলে ফেলেছে। এখনো ম্যাচ না খেলা ভারত নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বুধবার (৫ মে)। তার আগেই এবারের  আসরের সেরা ৪ দল কারা হতে পারে সে বিষয়ে নিজের অনুমান প্রকাশ করেছেন ওয়ার্ন। তার মতে ভারত, অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ডের সাথে সেমি ফাইনালে যাবে উইন্ডিজও।

Also Read - বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন


এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির বেছে নেওয়া ৩টি দলই ইতোমধ্যে ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়া উইন্ডিজ ১টি করে ম্যাচ খেলেছে এবং তারা জয়ে পেয়েছে যথাক্রমে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ইংল্যান্ডও, তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই হোচট খেয়েছে স্বাগতিকরা।

ওয়ার্নের তালিকার বাইরে থাকা নিউজিল্যান্ড এবং বাংলাদেশও তাদের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর ১ জয় তুলে নেয়। অপরদিকে, পাকিস্তান উইন্ডিজের কাছে উড়ে গেলেও স্বাগতিকদের বিপক্ষে জয় পেয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ২টি ম্যাচ খেলে ২টিই হেরেছে।

৪ সেমিফাইলিস্টের নাম অনুমান করার সময় ওয়ার্ন বলেন, ‘নিশ্চিতভাবেই স্বাগতিক ইংল্যান্ড এই আসরের ফেবারিট। ভারত এবং অস্ট্রেলিয়াও পিছিয়ে নেয়। উইন্ডিজও চমক দেখাতে পারে। হ্যা, আমার মনে হয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত উইন্ডিজ সেমিফাইনাল খেলবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস