Scores

ওয়ার্ন বিশ্বাস করেন, বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডে বসতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফেবারিট হিসেবেই শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটির সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন মনে করেন স্মিথ ও ওয়ার্নারের সমন্বয়ে এবারের বিশ্বকাপও জিততে পারে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ জয়ে আশাবাদী শেন ওয়ার্ন

অথচ কয়েক মাসেও আগেও তাদের ক্রিকেট বেশ তলানীতে চলে যাচ্ছিলো। ভারতের কাছে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ, দুইটিই হারলো অস্ট্রেলিয়া। সেই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ তো রয়েছেই। তবে বিগত দুই-এক মাসের ব্যবধানে সব বদলে গেলো। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়। তার সাথে নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ ও ওয়ার্নারের ফেরার স্বস্তির খবর তো রয়েছেই।

Also Read - বিশ্বকাপে নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানালেন ডেভিড লুইজ


বিশ্বকাপ শুরু হওয়ার আগেই হুংকার দিয়ে উঠলো অস্ট্রেলিয়া যে তারাও পিছিয়ে নেই। তাই তো এবারের বিশ্বকাপে ফেবারিট হয়েই যাচ্ছে দলটি। অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন মনে করেন এবারে বিশ্বকাপই জিতবে অস্ট্রেলিয়া!

“সম্প্রতি পারফরম্যান্স বিবেচনায় এবারে বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতই ফেবারিট হিসেবে যাচ্ছে। কিন্তু আপনি যদি একটু পেছনের দিকে তাকান এবং বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স দেখেন, তারা শেষ ৬ টুর্নামেন্টের মধ্যে ৪টিই জিতেছে। এর দ্বারা এটিই বুঝা যায়, বিশ্বকাপের মতো টুর্নামেন্ট কতটা উপভোগ করে দলটি। আমি বিশ্বাস করি এবারে বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতবে।”

“যাইহোক বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের স্কোয়াড বেশ শক্তিশালী। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কারা ফেবারিট, তাহলে আমি বলবো ভারত ও ইংল্যান্ড। তবে আমি মনে করি অস্ট্রেলিয়া বেশ ভালো সময়ে ফর্মে ফিরতে ফিরেছে। স্মিথ ও ওয়ার্নারের সমন্বয়ে দল আরও শক্তিশালী হয়েছে।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস