Scores

বাংলাদেশ-ভারত সিরিজে ৬০, অ্যাশেজে ২৪

অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হয়েছে বহুল প্রত্যাশিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ। টেস্ট চ্যাম্পিয়নশীপে ৯টি দল ২ বছরে মোট ৬টি দলের বিপক্ষে ৬টি সিরিজ খেলবে। ৩টি খেলবে হোমে ও ৩টি এওয়েতে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে সকল দল সমান সংখ্যক টেস্ট খেলবেনা সমান সংখ্যক সিরিজ খেলার পরও। সকলেই ৬টি করে সিরিজ খেললেও কোন কোন দলের সিরিজ ৫ টেস্টের, কোন কোন দলের ৪ বা ৩ টেস্টের ও এছাড়া বাকি অধিকাংশ সিরিজ ২ টেস্টের। টেস্টের সংখ্যা ভিন্ন হলেও প্রতি সিরিজে পয়েন্ট সমানই থাকবে।

 

বাংলাদেশ ভারত সিরিজে ৬০, অ্যাশেজে ২৪

Also Read - নির্বাচক হিসেবে নিজেদের সফল মনে করেন নান্নু


সম্প্রতি আইসিসি ঘোষণা দেয় টেস্টে বাজে ওভাররেটের জন্য অধিনায়করা নিষিদ্ধ হবেন না। তবে যত ওভার পিছিয়ে থাকবেন তার প্রতি ওভারের জন্য ২ পয়েন্ট করে কাটা হবে। তখন ভক্তদের মনে প্রশ্ন উঠে প্রতি ম্যাচে কত পয়েন্ট করে পাওয়া যাবে ২ পয়েন্ট করে কেটে রাখলে। এই প্রশ্নের জবাব আইসিসি ১ বছর আগেই দিয়েছে।

প্রতি সিরিজে সর্বোচ্চ ১টি দল ১২০ পয়েন্ট পেতে পারবে। তার অর্থ দাড়ায় ২ টেস্টের সিরিজে প্রতি টেস্ট জয়ের জন্য থাকবে ৬০ পয়েন্ট, ৩ টেস্ট সিরিজে তা হবে ৪০, ৪ টেস্ট সিরিজে তা হবে ৩০ ও ৫ টেস্টের সিরিজে ২৪। টেস্ট সিরিজের দৈর্ঘ্য যত বড় হবে ম্যাচ প্রতি পয়েন্ট তত কম পাওয়া যাবে জয়ে।

ড্র করলে ২ টেস্টের সিরিজে ম্যাচ প্রতি পাওয়া যাবে ২০, ৩ টেস্টের সিরিজে ১৩.৩, ৪ টেস্টের সিরিজে ১০ ও ৫ টেস্টের সিরিজে ৮ করে। জয়ের এক তৃতীয়াংশ পয়েন্ট করে পাবে দলগুলো।

আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে প্রতি টেস্টে বরাদ্দ থাকবে ২৪ পয়েন্ট জয়ের জন্য, নভেম্বরে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজে ভারতের বিপক্ষে প্রতি টেস্টে বরাদ্দকৃত পয়েন্ট হবে ৬০ যেহেতু সেটি হবে ২ টেস্টের সিরিজ।

এটি একদিক দিয়ে যেমন সুবিধাজনক এক জয়েই বড় অংকের পয়েন্ট পাওয়া যাবে তেমনি এক হারেই বিশাল পয়েন্ট হারানোর শঙ্কাও রয়ে যায়। প্রতি ম্যাচ শেষে দলের প্রাপ্য পয়েন্ট থেকে ওভার রেটে যত ওভার পিছিয়ে থাকবে প্রতি ওভারের জন্য ২ পয়েন্ট করে কেটে রাখা যাবে। তাই ওভার রেটের ব্যাপারেও সতর্ক হতে হবে অধিনায়কদের। ২ বছর শেষে পয়েন্ট টেবিলের সেরা ২ দল ফাইনাল খেলবে লর্ডসে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জোরালো হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি!

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম-মুমিনুলদের জন্যই পাকিস্তান দলে পরিবর্তন

আইসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ডের জয়

অসম্ভবের পেছনে ছুটছে দক্ষিণ আফ্রিকা