Scores

ওয়ালশকে অপসারণের গুঞ্জন জোরদার হচ্ছে!

২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন কোর্টনি ওয়ালশ। আসন্ন বিশ্বকাপের পরে শেষ হচ্ছে তার সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির মেয়াদ। গুঞ্জন উঠেছে, এই ক্যারিবিয়ান কোচের সাথে আর চুক্তি নবায়ন করতে আগ্রহী নয় বিসিবি।

কোর্টনি ওয়ালশ

সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে যান ২০১৬ সালে। তারপর ৩ বছরের জন্য ওয়ালশের সাথে চুক্তি করে বিসিবি। টাইগারদের বোলিং কোচের দায়িত্ব নেয়ার মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে কোচিং ক্যারিয়ার শুরু করেন ওয়ালশ।

Also Read - রিয়াদ-মুস্তাফিজের বোলিং নিয়ে চিন্তিত নন কোচ


এই ক্যারিবিয়ান কিংবদন্তি তার খেলোয়াড়ি জীবনে বিশ্বের অন্যতম সফল একজন বোলার ছিলেন। কিন্তু কোচ হিসেবে তেমন সুনাম কুড়াতে পারেননি। ৫৭ বছর বয়সী ওয়ালশের সাথে বাংলাদেশের ৩ বছরের চুক্তি শেষ হবে আসন্ন বিশ্বকাপে। এরপর আর নতুন করে চুক্তি না করার পরিকল্পনায় বিসিবি। বিশ্বকাপ শেষের সাথেই শেষ হতে পারে ওয়ালশের বাংলাদেশ অধ্যায়!

চন্ডিকা হাথুরাসিংহের অধীনে বাংলাদেশে কাজ শুরু করেছিলেন ওয়ালশ। হাথুরাসিংহে হঠাৎ করেই দায়িত্ব ছেড়ে চলে গেলে ২০১৮ সালের জানুয়ারি মাসে ত্রিদেশীয় সিরিজে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় ওয়ালশকে। একই বছরের জুনে টাইগারদের বর্তমান প্রধান কোচ স্টিভ রোডস নিয়োগ পাওয়ার আগে পর্যন্ত ওয়ালশই এই দায়িত্ব পালন করেছিলেন। প্রসঙ্গত, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রোডসের সাথে চুক্তি করেছে বিসিবি।

বাংলাদেশের কোচিং স্টাফে ইতোমধ্যে একটি নতুন নাম এসেছে। অবশ্য সেটা জাতীয় দলে নয়। অনূর্ধ্ব-১৯ দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে আনা হয়েছে ট্রেভর পেনিকে। বিসিবির চাওয়া, শুধু যুবদলই নয়, হাইপারফরম্যান্স দলের সাথেও যুক্ত করা এই ইংলিশ কোচকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

পন্টিং-ওয়ার্নদের কোচিং করাবেন শচীন-ওয়ালশ!

অবশেষে চাকরি পেলেন ওয়ালশ, তবে ‘অস্থায়ী

বাংলাদেশে কাজ করে ‘শিখেছেন’ ওয়ালশ

নিজ ইচ্ছাতেই বাংলাদেশ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ালশ!

ওয়াসিম আকরামকে অপমান, ওয়ালশের সমালোচনা