SCORE

ওয়ালশের অভিজ্ঞতা কাজে লাগাবেন পেসাররা

সিরিজ উদ্বোধনী টেস্টে দৃষ্টিকটু পরাজয়ের পর বাংলাদেশ দল এখন প্রস্তুত হচ্ছে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য। উইন্ডিজের বিপক্ষে এই টেস্টও অবশ্য সহজ হবে না বাংলাদেশ দলের জন্য। আর এর কারণ- উইকেট, কন্ডিশন কিংবা সমর্থন; সফরকারীর ভূমিকায় থাকা বাংলাদেশের বিপক্ষে যে থাকছে সবকিছুই!

মাহমুদউল্লাহ্‌ রিয়াদ - Mahmudullah Riyad কোর্টনি ওয়ালশ
বাংলাদেশ দল ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সফরে সবচেয়ে বড় অবদান রাখতে পারেন কোর্টনি ওয়ালশ। ছবি: বিডিক্রিকটাইম

তবে এই দুঃসময়ে কিংবা দুশ্চিন্তার ক্ষণে বাংলাদেশ দলের আশার আলো হয়ে এসেছেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। না, অভিজ্ঞ কোচ নিজে খেলতে নেমে যাবেন না! বরং নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতালব্ধ জ্ঞান বিলিয়ে দেবেন শিষ্যদের কাছে। তাতে হয়ত চমক দেখাতে পারে বাংলাদেশও!

জ্যামাইকায় বেড়ে ওঠা ওয়ালশের বড় একটা সময় কেটেছে সাবিনা পার্কের ঘাসে পা মাড়িয়ে। এখানকার উইকেট সম্পর্কেও তাই তার রয়েছে ভালো ধারণা। তাই নিজের জ্ঞান শিষ্যদের মধ্যে পুরে দিয়ে ওয়ালশ খুঁজবেন কোচ হিসেবে সফলতা।

Also Read - জ্যামাইকায়ও থাকবে সবুজ উইকেট!

ওয়ালশ বলেন, সাবিনা পার্কে কিভাবে বল করতে হয়, এখানকার যতটুকু আমি জানি, অবশ্যই ওদেরকে জানাবআশা করি মাঠে গিয়ে ওরা সেগুলোর বাস্তবায়ন করতে পারবে।’

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ে বাংলাদেশের মনোবল এখন একটু হলেও নড়বড়ে। তবে ওয়ালশ সবকিছু ভুলে তাকাচ্ছেন সামনে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সঙ্গী করে। তিনি বলেন, প্রথম টেস্ট অবশ্যই আমাদের প্রত্যাশা মতো ভালো যায়নি। উইন্ডিজ খুব ভালো খেলেছে এবং জিতেছেতবে আরেকটি টেস্ট আছেআমাদের সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর।’

ওয়ালশের প্রত্যাশা তাই ভালো খেলা এবং খেলায় উন্নতি করার দিকে, আশা করি, আমরা যতটা পারি, ভালো খেলবউন্নতি করতে পারব।’

তবে অ্যান্টিগার মত জ্যামাইকা টেস্টও যে বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষা, একসময়ের কিংবদন্তী পেসার নির্দ্বিধায় মেনে নিচ্ছেন সেটি। ওয়ালশ বলেন, অবশ্যই এটি বড় এক পরীক্ষাদেশের বাইরে আমাদের রেকর্ড ভালো নয়আমরা চেষ্টা করব সেটি ভালো করার।’

আরও পড়ুন: দিনের শুরুতেই লঙ্কান শিবিরে মুস্তাফিজের হানা

Related Articles

সিপিএলে ত্রিনবাগোর টানা দ্বিতীয় শিরোপা

বাদ পড়লেন স্মিথ-কামিন্স

বোলিংয়ের অনুমতি পেলেন বিটন

দুই ট্রফি নিয়ে দেশে ফিরলো বাংলাদেশ

বাংলাদেশকে কৃতিত্ব দিতে কার্পণ্য নেই ব্র্যাথওয়েটের কণ্ঠে