Scores

ওয়ালশের নেতৃত্বে শুরু হচ্ছে পেসারদের বোলিং ক্যাম্প

Taskin-Ahmed-has-been-received-his-Test-cap-from-Courtney-Walsh.

বাংলাদেশ দলের বর্তমান বোলিং কোচের দায়িত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড কোর্টনি ওয়ালশ। হিথ স্ট্রিকের বিদায়ের পর বাংলাদেশ দলের পেস বোলার কোচ হিসেবে ওয়ালশকে নিয়োগ দেয় বিসিবি। তবে জাতীয় দলের বোলিং কোচের পাশাপাশি নতুন দায়িত্ব পাচ্ছেন কোর্টনি।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দেওয়া তথ্য অনুযায়ী পেস বোলারদের নিয়ে বোলিং ক্যাম্প করার উদ্যোগ হাতে নিয়েছে বিসিবি।

Also Read - 'অন্তত এইটুকু সম্মান তো পেতে পারি'


বোলিং ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে সেটির তারিখ নির্ধারণ না করলেও জানা যায় ১৫ সদস্যের বোলারদের নিয়ে এই ক্যাম্প করা হবে। জানা যায় ক্যারিবিয়ান লিজেন্ড কোর্টনি ওয়ালশের সাথে কথা বলেই তারিখ নির্ধারণ করবে বিসিবি।

আগামী ২০ জুলাই ছুটি শেষে বাংলাদেশে ফেরার কথা রয়েছে কোর্টনি ওয়ালশের। জানা যায় ক্যাম্প শুরু হওয়ার পাঁচ আগেই দেশে ফিরছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ট্রেনার মারিও ভিল্লাভারায়ের নেতৃত্বে ফিটনেস ক্যাম্প শুরু করেছে প্রাথমিক দলে থাকা অধিকাংশ ক্রিকেটাররা। তবে ইনজুরিতে পড়া পেসার রুবেল হোসেন আগামী ২৯ জুলাই দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিবেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে দেশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল।

যদিও ব্যক্তিগত কারণে এক ম্যাচের বেশি খেলেন নি এই দেশ সেরা ওপেনার। ইংল্যান্ড থেকে ফিরে এসে কয়েকদিনের বিশ্রামে থেকে দলের সঙ্গে ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছেন তামিম ইকবাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পন্টিং-ওয়ার্নদের কোচিং করাবেন শচীন-ওয়ালশ!

অবশেষে চাকরি পেলেন ওয়ালশ, তবে ‘অস্থায়ী

বাংলাদেশে কাজ করে ‘শিখেছেন’ ওয়ালশ

নিজ ইচ্ছাতেই বাংলাদেশ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ালশ!

ওয়াসিম আকরামকে অপমান, ওয়ালশের সমালোচনা