শার্দুল-সুন্দরের ‘সুন্দর’ প্রতিরোধ
গাব্বায় তৃতীয় দিন শেষে ব্যাট হাতে ভারতের বিপক্ষে ৫৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ইনিংসে শার্দুল ঠাকুরের ৬৭ এবং ওয়াশিংটনের ৬২ রানের উপর ভর করে ৩৩৬ রান করে ভারত।

১৮৬ রানে ৬ষ্ঠ উইকেটের পতনের পর গাব্বা টেস্ট অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল অস্ট্রেলিয়া। তবে হ্যাজলউড-কামিন্স-লায়নদের বিপক্ষে বুক উঁচিয়ে লড়াই করেন ভারতের দুই টেল-এন্ডার ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। দুই ব্যাটসম্যান মিলে দলীয় সংগ্রহ ১৮৬ থেকে নিয়ে যান ৩০৯-এ! স্বাভাবিকভাবে এই দুই ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে তৃতীয় দিনটি নিজেদের করে নিয়েছে ভারত।
অভিষিক্ত টেস্টে সপ্তম উইকেট জুটিতে দুই ব্যাটসম্যান মিলে গড়েন ১২৩ রানের জুটি। ওয়াশিংটনের ইনিংস থামে ব্যক্তিগত ৬২ রানে। অন্যদিকে শার্দুলের ইনিংস থামে ৬৭ রানে। এই দুই ব্যাটসম্যান বাদেও ব্যক্তিগত ৩৭ রান করে সাজঘরে ফিরতে হয় অধিনায়ক অজিঙ্কা রাহানেকে।
Also Read - ‘বাস্তব জীবনের কল অব ডিউটি'২৫ করে সাজঘরে ফিরেন পূজারা। গাব্বা টেস্টে হনুমা বিহারির বদলি একাদশে সুযোগ পান মায়াঙ্ক আগারওয়াল। মিডল অর্ডারে নেমে ফিফটি না পেলেও ৭৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে হ্যাজলউডের বলে আউট হন তিনি। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৩৬ রান করতে সক্ষম হয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে একাই পাঁচ উইকেট লাভ করেন জস হ্যাজলউড। তিনি বাদেও দুটি করে উইকেট লাভ করেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।
প্রথম ইনিংসে ৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ২০ করে অপরাজিত রয়েছেন ওয়ার্নার এবং এক রান করে অপরাজিত রয়েছেন হ্যারিস।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।