Scores

ওয়াসিম আকরামকে অপমান, ওয়ালশের সমালোচনা

সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম হেনস্তার শিকার হয়েছেন ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। যে ঘটনায় তিনি বিব্রত বোধ করার সাথে সাথে, অপমানিতও হয়েছেন। খ্যাতিমান এই সাবেক ক্রিকেটারের সাথে এমন আচরণ মেনে নিতে না পেরে সমালোচনা করেছেন সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশও।

ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে এক বিব্রতকর অবস্থায় পড়েন এই পাকিস্তানি। ডায়াবেটিসে আক্রান্ত এই ক্রিকেটার সবসময় ইনসুলিন সাথে রাখেন। এইজন্য তাকে কখনোই সমস্যায় পড়তে হয়নি। কিন্তু ম্যানচেস্টারের নিরাপত্তা পরিদর্শনের সময় তার ইনসুলিন কেইস নিয়ে আপত্তি করেন কর্তৃপক্ষ। একপর্যায়ে ইনসুলিন কেইসটি বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে দেয়া হয়।

Also Read - আফগান শিবিরে শুরুতেই রাহীর আঘাত


ওয়াসিম আকরাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বিমানবন্দরে কর্তব্যরতরা তার সাথে খুবই রুক্ষ ব্যবহার করে। এইজন্য তিনি খুব অপমান বোধ করেছেন।

নিজের সাথে ঘটা এই ঘটনার বর্ণনা দিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘ম্যানচেস্টার বিমানবন্দরে আজ (মঙ্গলবার) খুবই কষ্ট পেয়েছি। ইনসুলিন সঙ্গে নিয়ে আমি পুরো বিশ্বেই ঘুরেছি কিন্তু কখনো এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়িনি। আমি খুবই অপমানিত হয়েছি কারণ আমাকে খুব রূঢ়ভাবে প্রশ্ন করা হয়েছে। মানুষের সামনে আমার ট্রাভেল ব্যাগ থেকে ইনসুলিন বের করে প্লাস্টিকের ব্যাগে ফেলতে বাধ্য করা হয়।’

সাবেক পাকিস্তানি পেসারের সাথে ঘটা এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ও বিবেচনা না করার সমালোচনা করে তিনি ওয়াসিম আকরামের টুইট বার্তার প্রত্যুত্তর দেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

করোনায় থমকে যেতে নারাজ অ্যান্ডারসন

দেরিতে হলেও অস্ট্রেলিয়া-বাংলাদেশের অনুসারী ইংল্যান্ড

সরে দাঁড়ালেন ওয়ার্নার

আইসোলেশনে সারের ‘৬’ ক্রিকেটার

শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজ স্থগিত