Scores

ওয়েলিংটনেই ফিরবেন মুশফিক?

পাঁজরের ইনজুরিটা বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে মুশফিকুর রহিমকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যথা নিয়ে খেললেও খেলতে পারেননি প্রথম টেস্টে। তবে ফিরতে পারেন দ্বিতীয় টেস্টেই।

 

সাকিব-মুশফিকের না থাকায় আক্ষেপ; ভরসা পেসে

Also Read - অভিজ্ঞতা নেই, তবে শেখার আছে অনেককিছু


গত বছর এশিয়া কাপে বুকের পাঁজরে ব্যথা নিয়েই পাকিস্তানের বিপক্ষে ৯৯ রান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ উইনিং সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। এরপর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালোই ছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই পুরোনো ব্যথা আবারো জেঁকে বসেছে। নতুন করে যোগ হয়েছে হাতের আঙুলের ইনজুরি।

কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডের সময় এ চোট পান তিনি। যার প্রভাব পড়েছে টেস্ট সিরিজে। ব্যথার কারণে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে আর মাঠে নামতেই পারেননি মুশি।

 

এখন আশার খবর হচ্ছে ব্যথা কাটিয়ে ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠছেন মুশি। ওয়েলিংটন টেস্টেই ফেরার সম্ভাবনা রয়েছে মিস্টার ডিপেন্ডেবলের। মুশফিক দলে ফিরলে কপাল পুড়তে পারে মোহাম্মদ মিঠুন বা লিটন দাসের। প্রথম টেস্টে মিঠুন বা লিটন কেউই দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি।

এদিকে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও ভুগছেন ইনজুরিতে। অবশ্য গত একবছরে ইনজুরিতে খুব একটা টেস্টও খেলা হয়নি তার। সবকিছু ঠিকঠাক থাকলে ও বিসিবি চিকিৎসকের ছাড়পত্র মিললে  সাকিব ফিরতে পারেন কিউইদের বিপক্ষে তৃতীয় টেস্টে।

উল্লেখ্য, কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৮ মার্চ। ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর চারটায়। সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন

অনাকাঙ্ক্ষিতভাবে সিরিজ শেষ হওয়ায় লজ্জিত উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর

অবশেষে আলোচনায় এলো নিউজিল্যান্ড সফরের ম্লান পারফরম্যান্স

বাতিল হওয়া টেস্ট ভবিষ্যতে আয়োজনের পরিকল্পনা