Scores

সাকিব-লিটনের একত্রে জ্বলে উঠার ৫ ঘটনা

বিশ্বকাপে বেশ দেরিতেই সুযোগ হলো লিটন দাসের। সুযোগ পেয়ে নিজের ট্যালেন্টের যথার্থতা প্রমাণ করলেন লিটন। সাথে সাকিবতো আগে থেকেই রয়েছেন দারুণ ফর্মে। তবে ওয়েস্ট ইন্ডিজকে পেলে যেনো দুইজন একসাথেই জ্বলে উঠেন। সাকিব বরাবরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল হলেও নিজের ছোট ক্যারিয়ারে লিটন যতবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল হয়েছেন সাথে কাকতালীয়ভাবে সাকিবও সফল হয়েছেন। দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব লিটনের একত্রে ৫ ঘটনা।

লিটন আমাকে চাপে পড়তে দেয়নি সাকিব

১ . ফ্লোরিডা ৩য় টি টোয়েন্টি, ২০১৮

Also Read - খরুচে বোলিংয়ের পর টুইটারে রশিদকে নিয়ে হাস্যরস


প্রথম ২ টি টোয়েন্টি শেষে ১- ১ এ সমতা থাকার পর সিরিজ নির্ধারণী ম্যাচে ফ্লোরিডায় মাঠে নামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে লিটন বাংলাদেশকে এনে দেন দারুন সূচনা। ৩২ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লিটন। সাকিব ব্যাট হাতে ২৪ রান করার পাশাপাশি বল হাতে ২২ রান দিয়ে ১ উইকেট নেন। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য লিটন পান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ও সাকিব পান ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার।

২ . ওয়েস্টইন্ডিজ টেস্ট সিরিজ, ২০১৮

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বাংলাদেশি ব্যাটসম্যানরা পুরো সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে ব্যর্থ হয়েছিল। তবে সেই সিরিজেও বাংলাদেশের হয়ে দুই সর্বোচ্চ রান স্কোরার ছিলেন লিটন ও সাকিব। সাকিব করেন সেই সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৮ রান ও লিটন দাস করেন ২য় সর্বোচ্চ ৭২ রান।

৩ . ঢাকা টেস্ট, ২০১৮

ফর্মের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর টেস্ট দল থেকে বাদ পরেন লিটন দাস। হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টেস্টের আগেই পুনরায় দলে জায়গা হয় তার। সেই টেস্টে বাংলাদেশের একবারই সুযোগ হয় ব্যাট করার। লিটন ওয়ানডে মেজাজে ৬২ বলে করেন ৫৪ রান, সাকিব করেন ৮০। ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারও পান সাকিব।

৪ . ঢাকা ২য় টি টোয়েন্টি, ২০১৮

সিলেটে সিরিজের ১ম টি টোয়েন্টিতে হারের পর ব্যাকফুটেই ছিলো বাংলাদেশ। তবে ২য় টি টোয়েন্টিতে ঢাকায় শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের উপর তান্ডব চালান লিটন দাস। ৩৪ বলে ৬০ রান করেন লিটন। সাকিব করেন ২৬ বলে ৪২।১ম ইনিংসের পর মনে হচ্ছিল বাংলাদেশ জয় লাভ করলে হয়তো লিটনই পাবেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। তবে বল হাতেও সেই ম্যাচে জ্বলে উঠেন সাকিব। ২০ রান দিয়ে ৫ উইকেট পান তিনি। ফলে বাংলাদেশের জয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে।

সমর্থকরাই ক্রিকেটের ‘প্রাণশক্তি’, জানালেন সাকিবও

৫ . বিশ্বকাপ, ২০১৯

আবারো ওয়েস্ট ইন্ডিজ ও আবারো একত্রে জ্বলে উঠলেন সাকিব ও লিটন। সাকিবের আসরের ২য় শতক ও লিটনের অনবদ্য ৯৪ রানের ইনিংসের উপর ভর করে বিশ্বকাপে নিজেদের সেমির আশা বাচিয়ে রাখলো বাংলাদেশ।

লিটন ও সাকিব যদি তাদের এই যুগলবন্দী আরো কয়েকটি ম্যাচে ধরে রাখতে পারেন তাহলে হয়তো বাংলাদেশ দলেরও বেশ ভালো সম্ভাবনা থাকবে সেমিতে খেলার সুযোগ পাওয়ার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

২১ বছরের অপ্রাপ্তি ঘুচেছিল অবিশ্বাস্য জয়ে

আশরাফুলের প্রিয় চার জয়

সাকিবের চোখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ৫টি ম্যাচ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সিরিজ সূচি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্ভাব্য সূচি