Scores

ওয়েস্ট ইন্ডিজকে ‘৩০০’ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) শুরু হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২২৩ রান নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজকে '৩০০' রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনে হারায় মাত্র একটি উইকেট। দ্বিতীয় সেশনে অবশ্য ঘুরে দাঁড়ায় টাইগাররা। বাংলাদেশ দলের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী মনে করছেন, প্রথম দিন শেষে কোনো দলই পিছিয়ে নেই।

Also Read - ভারতের বিপক্ষে ইংল্যান্ডের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা


প্রথম দিনের খেলা নিয়ে সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে রাহী বলেন, ‘অবশ্যই আমি সন্তুষ্ট। আপনি যদি স্কোরকার্ড দেখেন, ৯০ ওভারে ২২৩ করেছে এই উইকেটে, আমার কাছে মনে হয় এখন ফিফটি ফিফটি, দুই দলের জন্যই।’

আগের ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ পরাজয় এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এই ম্যাচ দিয়ে একাদশে ফিরলেও রাহী তাই ভালোই বোঝেন জয়ের গুরুত্ব। তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানের মধ্যে আটকে রাখতে চায় বাংলাদেশ।

রাহী বলেন, ‘অবশ্যই আমাদের টেস্ট জেতা প্রয়োজন। তো আমার কাছে মনে হয় আমাদের ২৭০ থেকে ৩০০ রানের মধ্যে ওদের আউট করা উচিত। ইনশাআল্লাহ সম্ভব, যদি ভালো বোলিং করতে পারি।’

আগের ম্যাচে একমাত্র পেসার হিসেবে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে মুস্তাফিজ সুযোগ পাননি একাদশে, তবে ফিরেছেন রাহী; যথারীতি তিনিও একমাত্র পেসার। একাদশে আরেকজন সিমার থাকলে ভালো হত কি না এমন প্রশ্নের জবাবে রাহীর জবাব, ‘না। যখন দ্বিতীয় নতুন বলটা নিয়েছি তখন আমার কাছে ওরকম কিছু মনে হয়নি।’

Related Articles

নিজেকে নতুন নতুন মনে হচ্ছিল : রাহী

কম গতি নিয়েই টিকে থাকতে চান রাহী

টেস্ট সিরিজের আগেই মুমিনুল-রাহী-নাঈমকে পাওয়ার আশা বিসিবির

ভিজে গেলে গোলাপি বল সাবানের মত পিছলে যায় : রাহী

রাহীর বদলি হিসেবে বরিশালে আলোচিত পেসার শাকিল