Scores

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য বেন স্টোকসকে অধিনায়ক করে ১৩ সদস্যর দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং অলরাউন্ডার মঈন আলী।

ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড ঘোষণা

করোনার থাবার পর এই প্রথম মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট খেলবে স্বাগতিক ইংল্যান্ড। আর সে সিরিজের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন বেয়ারস্টো। গত অ্যাশেজ থেকেই ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছিলেন এ উইকেটকিপার। এমনকি প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে ভালো করতে ব্যর্থ হন তিনি। যার কারণে বাদ পড়েছেন বেয়ারস্টো।

Also Read - "ক্রিকেটাররা লাজুক, মেয়েদের সাথে শুটিং করতে চায় না"


এইদিকে টেস্ট থেকে দীর্ঘ বিরতির পর আবারো ফেরার ইচ্ছে পোষণ করলেও জায়গা হয়নি প্রথম টেস্টের দলে। বেয়ারস্টোর মতো মঈনঈ বাজে সময় কাটিয়েছেন অ্যাশেজে। প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে ফিরেছেন ওপেনার ররি বার্নস। এছাড়াও দলে ফিরেছেন দুই পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড।

নিয়মিত অধিনায়ক জো রুটের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার বেন স্টোকস। সন্তানসম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলা হচ্ছে না তার তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিবেন জো রুট।

আগামী ৮ জুলাই সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ১৬ জুলাই ম্যানচেস্টারে দ্বিতীয় খেলবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষটি আরম্ভ হবে ২৪ জুলাই একই স্টেডিয়ামে।

১৩ সদস্যেরে ইংল্যান্ড দলঃ বেন স্টোকস-(অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডোমিনিক বিস, জস বাটলার, ররি বার্নস, জো ডেনলি, অলি পপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জ্যাক ক্রোলি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আইসিসির প্রধান পদের ভোটাভুটি নিয়ে বিবাদে ভারত-পাকিস্তান

দুঃস্বপ্নের মত প্রত্যাবর্তন ফাওয়াদের, চাপে পাকিস্তান

ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত

ইংল্যান্ড স্কোয়াডে স্টোকসের বদলি রবিনসন